ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের হাত-পা বেঁধে ডাকাতি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / 24

ছবি- সংগৃহীত

রাজধানীর ডেমরায় পুলিশের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওই কর্মকর্তাসহ পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। লুটে নেয় সাত ভরি স্বর্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী এসআই আজিজুল হকের স্ত্রী ফারজানা আফরোজ।

মঙ্গলবার ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ডাকাতির ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটিকে ডাকাতি মনে হলেও এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত রোববার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ডেমরা বালুর মাঠের ছোট পাইটি এলাকায় সুমনের একতলা বাড়িতে হামলা চালায়। ডাকাত দল বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রায় ৪০ মিনিট ধরে ডাকাত দল বাসার ভেতরে অবস্থান করে পরিবারের সবার হাত বেঁধে ফেলে।

মামলার এজাহারে সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

পুলিশের হাত-পা বেঁধে ডাকাতি

আপডেট টাইম : ০২:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

রাজধানীর ডেমরায় পুলিশের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওই কর্মকর্তাসহ পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। লুটে নেয় সাত ভরি স্বর্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী এসআই আজিজুল হকের স্ত্রী ফারজানা আফরোজ।

মঙ্গলবার ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ডাকাতির ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটিকে ডাকাতি মনে হলেও এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত রোববার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ডেমরা বালুর মাঠের ছোট পাইটি এলাকায় সুমনের একতলা বাড়িতে হামলা চালায়। ডাকাত দল বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রায় ৪০ মিনিট ধরে ডাকাত দল বাসার ভেতরে অবস্থান করে পরিবারের সবার হাত বেঁধে ফেলে।

মামলার এজাহারে সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিউজ লাইট ৭১