শিরোনাম :
স্বাস্থ্যবিধি মেনে চলবে বাণিজ্য মেলা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০১:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / 24
করোনা রোধে নতুন বিধিনিষেধ জারি করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলবে বাণিজ্য মেলা। গত শুক্রবার সরকার ঘোষিত ১১ দফা স্বাস্থ্যবিধি মেনেই মেলার কার্যক্রম চলছে বলে জানান বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ। এসময় তিনি ক্রেতা-দর্শনার্থীদেরও সচেতন থাকার পরামর্শ দেন।
ইফতেখার আহমেদ বলেন, ‘মেলা বন্ধের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখনো নতুন নির্দেশনা আসেনি। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তদারকি আরও বাড়িয়েছি। গতকাল থেকে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।’ পূর্বাচলের নতুন ঠিকানায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত বাণিজ্য মেলায় গত এক সপ্তাহে দর্শনার্থী অনেকটাই বাড়ছিল।
ব্যবসায়ীদের আশঙ্কা, এখন করোনা সংক্রমণ বাড়তে থাকায় তাদের ক্রেতার সংখ্যা কমে যেতে পারে।
নিউজ লাইট ৭১
Tag :