এ ঘটনা নজিরবিহীন: প্রধান বিচারপতি
- আপডেট টাইম : ০৪:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
- / 120
নিউজ লাইট ৭১ ডেস্ক : বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা নজিরবিহীন হট্টগোল করেছেন। এ ঘটনা বাড়াবাড়ি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিকে কেন্দ্র করে হট্টগোল হওয়ার ঘটনায় এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের শক্তি দেখান?
তখন বিএনপি’র আইনজীবীরা বলেন, ‘মাইলর্ড আমরা তো আপনার কাছেই আসব’।
এদিন সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি নিয়ে নজিরবিহীন হট্টগোল হয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
দুইপক্ষের হট্টগোলের মধ্যে সাত মিনিট চুপচাপ বসে ছিলেন-প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতি।
এসময় খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বৃহস্পতিবারের (৫ ডিসেম্বর) মধ্যেই শুনানি করতে চাইলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উচ্চবাচ্য শুরু হয়।
জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ, আগে তার জামিন দেন, প্রয়োজনে শুনানি পরে হোক।
এদিকে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খালেদার জামিন শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন,জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে খালেদার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল না করা নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের হৈচৈয়ের ফলে আদালত অবমাননা হয়েছে। তারা নজিরবিহীন হট্টগোল করেছেন।
তিনি বলেন, তারা আদালত অবমাননা করেছেন। আপিল বিভাগের ভেতরে, আদালতের এজলাজ কক্ষে নজিরবিহীন হট্টগোল করেছেন। আর ভবিষ্যতে যদি এরকম করেন তাহলে আদালতে মামলা পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে।