ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রচিন্তার সদস্য দিদার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • / 70

নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভুঁইয়া।শনিবার (১৭ জুলাই) রাত ১২টায় বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।মোঃ সেলিম রেজা বলেন, জাতিসংঘের অধীনস্থ একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এক নারী কর্মকর্তার বগুড়া সদর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বগুড়া নিয়ে আসা হচ্ছে। 

তিনি বলেন, ভুক্তভোগী নারী দিদারুল আলমের দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরবর্তীতে ওই নারী আইনের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করলে দিদারুল আলম দীর্ঘদিন পালাতক ছিলেন। পালাতক অবস্থায় তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে উক্ত নারীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে হয়রানি করে আসছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ওই নারী বলেন, দিদার আমাকে ধ্বংস করে দিয়েছে। সে আমার সাথে এতোটা নোংরা অন্যায় করেছে যে, একজন নারী হয়ে সেটা বলা সম্ভব না। আমি যখন আইনের আশ্রয় নিলাম তখন দিদার ও তার স্ত্রী আমাকে হুমকি ধমকি দিয়ে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। 

এমনকি দিদারের বৃদ্ধ বাবাও তার এই কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বলেছেন, মা এই বয়সে আমরা শান্তি পাচ্ছি না। এখান থেকে যদি চলে যেতে পারতাম। আমি একজন নারী হিসেবে তার বিচার চাই। আল্লাহ তার এমন বিচার করুক যে কোন নারী এরকম নির্যাতন ও ব্লাকমেইলিং এর শিকার না হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাষ্ট্রচিন্তার সদস্য দিদার গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১

নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভুঁইয়া।শনিবার (১৭ জুলাই) রাত ১২টায় বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।মোঃ সেলিম রেজা বলেন, জাতিসংঘের অধীনস্থ একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এক নারী কর্মকর্তার বগুড়া সদর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বগুড়া নিয়ে আসা হচ্ছে। 

তিনি বলেন, ভুক্তভোগী নারী দিদারুল আলমের দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরবর্তীতে ওই নারী আইনের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করলে দিদারুল আলম দীর্ঘদিন পালাতক ছিলেন। পালাতক অবস্থায় তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে উক্ত নারীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে হয়রানি করে আসছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ওই নারী বলেন, দিদার আমাকে ধ্বংস করে দিয়েছে। সে আমার সাথে এতোটা নোংরা অন্যায় করেছে যে, একজন নারী হয়ে সেটা বলা সম্ভব না। আমি যখন আইনের আশ্রয় নিলাম তখন দিদার ও তার স্ত্রী আমাকে হুমকি ধমকি দিয়ে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। 

এমনকি দিদারের বৃদ্ধ বাবাও তার এই কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বলেছেন, মা এই বয়সে আমরা শান্তি পাচ্ছি না। এখান থেকে যদি চলে যেতে পারতাম। আমি একজন নারী হিসেবে তার বিচার চাই। আল্লাহ তার এমন বিচার করুক যে কোন নারী এরকম নির্যাতন ও ব্লাকমেইলিং এর শিকার না হয়।

নিউজ লাইট ৭১