ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সারা বিশ্ব করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • / 87

সারা বিশ্ব করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত। দিনের পর দিন দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচিও চলছে। তবে এতদিন ইনজেকশনের মাধ্যমে টিকাদান কর্মসূচি চললেও এবার আসছে করোনা প্রতিরোধী ক্যাপসুল।

পোলিও টিকার মুখে খাওয়ার ক্যাপসুলের মতো করোনা প্রতিষেধক তৈরি করেছে ভারতের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা।

ভারতীয় ওই সংস্থাটির দাবি, ইনজেকশনের পাশাপাশি এবার ক্যাপসুলের মাধ্যমেই নেওয়া যাবে কোভিড-১৯ টিকা। অর্থাৎ, অন্যান্য ক্যাপসুলের মতো এটিও গিলে খাওয়া যাবে। ফলে এখনকার মতো ইনজেকশনের মাধ্যমে টিকা নিতে হবে না। 

ইসরায়েলের এক সংস্থার সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় ওই কোম্পানি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের ‘প্রেমাস বায়োটেক’ এবং ইসরায়েলের ‘ওরামেড ফার্মাসিউটিক্যালস’-এর যৌথভাবে তৈরি করোনা টিকার নাম দেওয়া হয়েছে ‘ওরাভ্যাক্স কোভিড-১৯’। গত ১৯ মার্চ দুই কোম্পানির পক্ষ থেকে এই টিকার কথা ঘোষণা করা হয়। দাবি করা হয়, করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে এই টিকার একটি ডোজই যথেষ্ট। অর্থাৎ অন্য টিকার মতো একাধিক ডোজ নিতে হবে না।

পশুদের ওপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করে তাতে ভালো ফলাফল পাওয়া গেছে দাবি করেছে সংস্থা দু’টি। পরীক্ষায় দেখা যায়, শ্বাসযন্ত্র এবং খাদ্যনালি, যেখানে করোনাভাইরাস সবচেয়ে বেশি ক্ষতি করে সেখানে এই টিকা কার্যকর ভূমিকা রাখছে। এই টিকা কীভাবে করোনা প্রতিরোধে কাজ করে, সেটাও প্রেমাস বায়োটেকের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে।

ভারতীয় কোম্পানি প্রেমাস বায়োটেকের সহ-প্রতিষ্ঠাতা প্রবুদ্ধ কুণ্ডু। প্রেমাস বায়োটেক দীর্ঘদিন ধরে অন্যান্য রোগের টিকা প্রস্তুতের কাজ করছে। অন্যদিকে প্রোটিন জাতীয় খাদ্যসামগ্রী তৈরিতে সারা বিশ্বে এগিয়ে রয়েছে ইসরায়েলি কোম্পানি ওরামেড। ফলে এই দুই সংস্থা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ক্যাপসুল আকারের টিকা ‘ওরাভ্যাক্স’ তৈরি করেছে। প্রাণীদের ওপর ওরাভ্যাক্সের সফল পরীক্ষার পর চলতি বছরেই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে বলে জানানো হয়েছে।

যদিও এই টিকা এখনো মানবদেহে পরীক্ষা করা হয়নি। আগামী সেপ্টেম্বর থেকে মানবদেহে এই টিকার প্রভাব পরীক্ষা করা হবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সারা বিশ্ব করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত

আপডেট টাইম : ০৬:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

সারা বিশ্ব করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত। দিনের পর দিন দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচিও চলছে। তবে এতদিন ইনজেকশনের মাধ্যমে টিকাদান কর্মসূচি চললেও এবার আসছে করোনা প্রতিরোধী ক্যাপসুল।

পোলিও টিকার মুখে খাওয়ার ক্যাপসুলের মতো করোনা প্রতিষেধক তৈরি করেছে ভারতের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা।

ভারতীয় ওই সংস্থাটির দাবি, ইনজেকশনের পাশাপাশি এবার ক্যাপসুলের মাধ্যমেই নেওয়া যাবে কোভিড-১৯ টিকা। অর্থাৎ, অন্যান্য ক্যাপসুলের মতো এটিও গিলে খাওয়া যাবে। ফলে এখনকার মতো ইনজেকশনের মাধ্যমে টিকা নিতে হবে না। 

ইসরায়েলের এক সংস্থার সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় ওই কোম্পানি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের ‘প্রেমাস বায়োটেক’ এবং ইসরায়েলের ‘ওরামেড ফার্মাসিউটিক্যালস’-এর যৌথভাবে তৈরি করোনা টিকার নাম দেওয়া হয়েছে ‘ওরাভ্যাক্স কোভিড-১৯’। গত ১৯ মার্চ দুই কোম্পানির পক্ষ থেকে এই টিকার কথা ঘোষণা করা হয়। দাবি করা হয়, করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে এই টিকার একটি ডোজই যথেষ্ট। অর্থাৎ অন্য টিকার মতো একাধিক ডোজ নিতে হবে না।

পশুদের ওপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করে তাতে ভালো ফলাফল পাওয়া গেছে দাবি করেছে সংস্থা দু’টি। পরীক্ষায় দেখা যায়, শ্বাসযন্ত্র এবং খাদ্যনালি, যেখানে করোনাভাইরাস সবচেয়ে বেশি ক্ষতি করে সেখানে এই টিকা কার্যকর ভূমিকা রাখছে। এই টিকা কীভাবে করোনা প্রতিরোধে কাজ করে, সেটাও প্রেমাস বায়োটেকের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে।

ভারতীয় কোম্পানি প্রেমাস বায়োটেকের সহ-প্রতিষ্ঠাতা প্রবুদ্ধ কুণ্ডু। প্রেমাস বায়োটেক দীর্ঘদিন ধরে অন্যান্য রোগের টিকা প্রস্তুতের কাজ করছে। অন্যদিকে প্রোটিন জাতীয় খাদ্যসামগ্রী তৈরিতে সারা বিশ্বে এগিয়ে রয়েছে ইসরায়েলি কোম্পানি ওরামেড। ফলে এই দুই সংস্থা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ক্যাপসুল আকারের টিকা ‘ওরাভ্যাক্স’ তৈরি করেছে। প্রাণীদের ওপর ওরাভ্যাক্সের সফল পরীক্ষার পর চলতি বছরেই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে বলে জানানো হয়েছে।

যদিও এই টিকা এখনো মানবদেহে পরীক্ষা করা হয়নি। আগামী সেপ্টেম্বর থেকে মানবদেহে এই টিকার প্রভাব পরীক্ষা করা হবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

নিউজ লাইট ৭১