সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোল করার ঘটনা নতুন নয়
- আপডেট টাইম : ০৬:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / 92
সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোল করার ঘটনা নতুন নয়। বিশেষত নায়িকাদের পোশাক নিয়ে সবসময় হতে হয় কুমন্তব্যের শিকার। এবার নেটাগরিকদের অশালীন মন্তব্যের শিকার হয়েছেন দর্শনা বণিক।
তবে কেন এমন মন্তব্যের শিকার হতে হলো অভিনেত্রীকে?
আসলে ঘটনা হলো সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসিয়েছেন দর্শনা। ব্রিটিশ হিপ হপ দল ইয়ং টি অ্যান্ড বাগসে-র ‘ডোন্ট রাশ’ গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তাতেই কোমর দোলাচ্ছেন বলিউড থেকে উপমহাদেশের তারকারা। আর দর্শনা এই গানের সঙ্গেই ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। আর ভিডিওটিই কাল হয়ে দাঁড়ায় অভিনেত্রীর জন্য।
তবে নাচের দিকে খুব একটা খেয়াল নেই নেটাগরিকদের। তাদের চোখ যেন দর্শনার শরীরের বিভিন্ন অংশে।
অভিনেত্রীকে অশালীন আক্রমণ করে কমেন্টে কেউ লেখেন, ‘এখানে কিন্তু মোটেও ভালো লাগছে না”। কেউ আবার প্রশ্ন করেন, ”অন্তর্বাস পরেননি কেন?” এরকম অসংখ্য কুরুচিপূর্ণ মন্তব্যের মুখোমুখি হয়েছেন এই তারকা। তবে একশ্রেণীর লোকজন অশালীন আক্রমণ করলেও অনেকের প্রশংসাও পেয়েছেন দর্শনা।
প্রসঙ্গত, ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ে করছেন দর্শনা বণিক। কলকাতা থেকে উড়িয়ে এনে পাবনায় একটি সিনেমার শুটিং করানো হচ্ছে। ‘ওয়ার্ক পারমিট’ না নিয়েই নাকি তিনি বাংলাদেশে এসে শুটিং করছেন। এই নিয়ে গণমাধ্যমে হইচইয়ের মাঝেই তীব্র অশালীন মন্তব্যে আক্রমণ করা হয় এই নায়িকাকে।
নিউজ লাইট ৭১