আজ বিয়ের পিঁড়িতে
- আপডেট টাইম : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / 73
ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে আজ বিয়ের পিঁড়িতে বসবেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।
আজ সোমাবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের মেহেন্দি রাঙা হাতের ছবি শেয়ার করেন দিয়া।
এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে সেলিব্রিটি ম্যানেজার পূজা দাদলানি একটি ছবি শেয়ার করেন। যেখানে দিয়ার সঙ্গে দেখা যায় অভিনেত্রীর হবু বর বৈভব রেখিকে। ওই ছবিতে ‘ওয়েলকাম আওয়ার ক্রেজি ফ্যামিলি দিয়া মির্জা’ বলে ক্যাপশন জুড়ে দেন পূজা।
প্রায় এক বছর ধরে ডেট করার পর ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দ্বিতীয়বারের জন্য সাতপাকে বাঁধা পড়বেন দিয়া।
জানা যায়, গত বছর থেকেই বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন দিয়া। কিন্তু তাদের এই সম্পর্ককে বেশি লাইমলাইটে আসতে দেননি দিয়া। চুপচাপই ছিলেন অভিনেত্রী।
তবে বিশেষ কোনও আড়ম্বর নয়, নিজেদের মতো করেই দিয়া এবং বৈভব একে অপরকে আপন করে নেবেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া। প্রায় ৫ বছর পর সাহিলের সঙ্গে দিয়ার বিচ্ছেদ হয়ে যায়। কী কারণে সাহিলের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সে বিষয়ে দিয়া মির্জা কোনও মন্তব্য করেননি। বিচ্ছেদের এক বছর পর আবার নতুন করে জীবন গড়তে চলেছেন দিয়া মির্জা।
নিউজ লাইট ৭১