নিজেদের সম্পর্কের ভিত গাঁথলেন নাতাশা-বারুণ
- আপডেট টাইম : ০৬:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / 116
অবশেষে এক যুগের প্রণয়ের সম্পর্কের পর নাতাশা দালালকেই দুলহানিয়া বানালেন বলিউডের বদ্রিনাথ খ্যাত অভিনেতা বারুণ ধাওয়ান।
আরব সাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা এক রিসোর্টে নিজেদের সম্পর্কের ভিত গাঁথলেন নাতাশা-বারুণ।
সূর্যাস্তকে সাক্ষী রেখে পরিবার-পরিজন এবং মাত্র কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে বিয়েটা সেরেছেন বলিউডের এই অভিনেতা।
শুরু থেকেই নাতাশা- বারুণের বিয়ে নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠেছিল খবরটির সত্যতা নিয়েও।
পরে রোববার (২৪ জানুয়ারি) রাতে সব জল্পনা-কল্পনার অবসান হয়।
বরুণ নিজেই তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ছবির ক্যাপশনে বরুণ লিখেছেন, ‘আজীবনের ভালোবাসা এই মাত্র পূর্ণতা পেল।’
২০ বছরের বন্ধুত্ব এবং ১৪ বছরের প্রেমের সম্পর্ক নাতাশা এবং বারুণের। নাতাশা একজন ফ্যাশন ডিজাইনার।
নিউজ লাইট ৭১