দেশীয় তারকাদের প্রায় সবাই এখন অনলাইন
- আপডেট টাইম : ০৫:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / 83
দেশীয় তারকাদের প্রায় সবাই এখন অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের দিকে ঝুঁকছেন। খুলছেন নিজস্ব ইউটিউব চ্যানেল। সেই তালিকায় এতদিন ছিলেন শাকিব খান, সিয়াম আহমেদ, মেহজাবীন, মুমতাহিনা টয়া, মিমসহ আরও অনেকেই। তবে এবার সেই তালিকায় নাম লেখালেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী।
প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে আড়ালে থাকার পর নতুন বছরে খবরে আসেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে পেজ থাকলেও অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে কোনো চ্যানেল ছিল না এতদিন। অন্যান্যদের মতো এই তারকাও এবার ইউটিউবে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজ থেকে ইউটিউবে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। বুবলী নামের ওই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা যায়, প্রথম ভিডিও হিসেবে ৪৫ সেকেন্ডের একটি ফটোশুটের ভিডিও আপলোড দিয়েছেন এই নায়িকা।
নিউজ লাইট ৭১