ডি-লিঙ্ক এর নতুন ইন্টারনেট মডেম বাজারে
- আপডেট টাইম : ১১:২৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / 503
ডি-লিঙ্ক কোম্পানির নাম আমরা কম-বেশি সবাই জানি। মুলত রাউটার দিয়েই এদের অনেক বেশি পরিচিতি। তবে রাউটার ছাড়াও ডি-লিঙ্ক আধুনিক ইন্টারনেট মডেম ও বিক্রি করে থাকে। ডি-লিঙ্ক এর মডেমগুলোর মাঝে নতুন একটি সংযোজন হয়েছে D-Link DWP-157 ওয়ারলেস পোর্টেবল ইন্টারনেট মডেম। এই মডেমটি বাজারে বেশ সুনাম করছে। চলুন দেখে আসি এই ইন্টারনেট মডেমটির কিছু বৈশিষ্ট্য।
মডেম মডেলঃ D-Link DWP-157
মডেম টাইপঃ ওয়ারলেস ইন্টারনেট মডেম
আপলোড স্পীডঃ ২১.৬ মেগাবাইট
ডাউনলোড স্পীডঃ ২২ মেগাবাইট
৩জি সাপোর্ট
কানেকশনঃ ইউএসবি
এছাড়াও রয়েছে জিপিআরএস/ এজ/ সিডিএমএ সাপোর্ট এবং রয়েছে এসএমএস এর সুবিধা।
বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট মডেম এর ব্যাবহার কিছুটা কম হলেও কিছু কিছু ক্ষেত্রে ওয়ারলেস মডেম প্রয়োজন। আর আপনার প্রয়োজন মেটাতে ডি-লিঙ্ক এর হাই স্পীড মডেমটি হতে পারে আদর্শ। এই মডেমটি বিভিন্ন লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি অনলাইন শপগুলো থেকে এই মডেমটি কিনতে পারেন। এই মডেমটির দাম ধরা হয়েছে মাত্র ১২০০ টাকা। এর সাথে পাচ্ছেন ১ বছরের ওয়ারেন্টি।