২২৫ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার
- আপডেট টাইম : ০৭:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / 92
দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর পথে রোববার ভারতে পাচারের প্রাক্কালে ‘টাচ’ নামক ২২৫ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। বন্দরে আমদানিকৃত পণ্য খালাসের পর সে দেশে ফিরতি একটি খালি ট্রাকে পাচারের প্রাক্কালে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা এগুলি উদ্ধারের পর হাকিমপুর থানা পুলিশের নিকট হস্থান্তর করা হয়েছে।
হাকিমপুর থানার এস আই শ্রী নিহার রঞ্জন রায় গোয়েন্দা সংস্থাটির এক কর্মকর্তার বরাত দিয়ে জানান, এগুলি মূলত যৌন উত্তেজক সিরাপ।
আর সেগুলি ডাব্লু বি-৫৯-বি-৩৩৮৬ নাম্বারের একটি ভারতীয় ট্রাক পণ্য খালাসের পর হিলি স্থলবন্দর হতে বের হয়ে ভারতে ফেরার পথে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হিলি চার মাথা সিপি রোডে ব্রিজের নিকট একটি প্লাষ্টিকের বস্তায় সিরাপ গুলি ট্রাকে উঠিয়ে দেয়ার প্রাক্কালে সেগুলি উদ্ধার করা হয়।
এসময় অজ্ঞাত ব্যক্তিটি পালিয়ে যায়। তবে এ অভিযোগে ট্রাকটি আটক কিংবা চালকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
নিউজ লাইট ৭১