‘আল্লাহু আকবর’ বলে হামলা।
- আপডেট টাইম : ০৫:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / 100
৭১: ফ্রান্সে ‘আল্লাহু আকবর’ বলে এক চার্চে ছুরি হাতে হামলা করে একদল সন্ত্রাসী। নিস শহরে এই ঘটনায় নিহত হয়েছেন তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা। পুলিশ হামলাকারীকে আটক করেছে।
আটকের পরেও হামলাকরী আল্লাহু আকবর বলে যাচ্ছিলেন বলে জানিয়েছেন শহরের মেয়র। ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা ও ডয়েচে ভেলে।
এরইমধ্যে মেয়র ক্রিশ্চিয়ান এস্ত্রোসি একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি টুইটারে জানিয়েছেন, শহরের নটরডেম চার্চে এই ছুরি হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ হামলাকারীকে আটক করেছে।
তিনি নিশ্চিত করেন যে, হামলায় দুই নারী এবং এক পুরুষ নিহত হয়েছেন। এরমধ্যে একজন আহত অবস্থায় একটি বারে আশ্রয় নেন এবং সেখানেই তার মৃত্যু হয়।
মেয়র বলেন, অপর একজনকে ভয়াবহ নৃসংসতার সঙ্গে হত্যা করা হয়েছে। তিনি একে গত সপ্তাহে নিহত হওয়া শিক্ষক স্যামুয়েল প্যাটির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন।