ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুরি যাওয়া ডলার ও অলংকার উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • / 116

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার এক ভারতীয় নাগরিকের বাসা থেকে ডলার ও স্বর্ণ চুরির ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডিএমপির ক্যান্টনমেন্ট থানা-পুলিশ। উদ্ধার হয়েছে চুরি হওয়া ইউএস ডলার ও স্বর্ণের চেইন।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান (পুলিশ পরিদর্শক তদন্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের অনুমতি পাওয়ার পরই বাদীকে উদ্ধারকৃত অর্থ ও স্বর্ণালংকার ফেরত দেওয়া হবে।

ভারতীয় নাগরিক জে আর হারশা ১৪ অক্টোবরে লিখিত অভিযোগে জানান, মানিক চন্দ্র রায় (২৫) তার বাসায় রান্নাসহ দেখা-শোনার কাজ করতেন। ১৩ অক্টোবর রাত সাড়ে এগারোটা থেকে পরদিন সকাল সোয়া আটটার মধ্যে যে কোন সময় অফিসের টেবিলের ড্রয়ারে রাখা ১০ হাজার ডলার ও ৫ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করে মানিক।

অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পুলিশ পরিদর্শক তানজির আহমেদ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানিককে শনাক্ত করেন। পরে তিনিসহ একটি দল রংপুর জেলার বদরগঞ্জ থানার সহায়তায় চম্পাতলী গ্রামের শ্বশুরবাড়ি থেকে মানিককে গ্রেপ্তার করে।

মানিকের দেওয়া তথ্যের সূত্র ধরে চুরি হওয়া সাড়ে নয় হাজার ডলার, নগদ ৪০ হাজার টাকা ও দেড় ভরির ১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

Tag :

শেয়ার করুন

চুরি যাওয়া ডলার ও অলংকার উদ্ধার

আপডেট টাইম : ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার এক ভারতীয় নাগরিকের বাসা থেকে ডলার ও স্বর্ণ চুরির ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডিএমপির ক্যান্টনমেন্ট থানা-পুলিশ। উদ্ধার হয়েছে চুরি হওয়া ইউএস ডলার ও স্বর্ণের চেইন।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান (পুলিশ পরিদর্শক তদন্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের অনুমতি পাওয়ার পরই বাদীকে উদ্ধারকৃত অর্থ ও স্বর্ণালংকার ফেরত দেওয়া হবে।

ভারতীয় নাগরিক জে আর হারশা ১৪ অক্টোবরে লিখিত অভিযোগে জানান, মানিক চন্দ্র রায় (২৫) তার বাসায় রান্নাসহ দেখা-শোনার কাজ করতেন। ১৩ অক্টোবর রাত সাড়ে এগারোটা থেকে পরদিন সকাল সোয়া আটটার মধ্যে যে কোন সময় অফিসের টেবিলের ড্রয়ারে রাখা ১০ হাজার ডলার ও ৫ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করে মানিক।

অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পুলিশ পরিদর্শক তানজির আহমেদ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানিককে শনাক্ত করেন। পরে তিনিসহ একটি দল রংপুর জেলার বদরগঞ্জ থানার সহায়তায় চম্পাতলী গ্রামের শ্বশুরবাড়ি থেকে মানিককে গ্রেপ্তার করে।

মানিকের দেওয়া তথ্যের সূত্র ধরে চুরি হওয়া সাড়ে নয় হাজার ডলার, নগদ ৪০ হাজার টাকা ও দেড় ভরির ১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।