ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে নতুন ফিচার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / 91

৭১: ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ২.২০৩৯.৯ ওয়েব ভার্সনের আপডেটে দারুণ দুটি ফিচার এসেছে।

ওয়াবেটাইনফো জানিয়েছে, ডেস্কটপ ব্যবহারকারীরা এখন ওয়েবে ক্যাটালগ শর্টকাট পাচ্ছেন। এই অপশনটি বিজনেস চ্যাটে ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। অর্থাৎ ক্যাটালগ অফার করতে চাইলে এই অপশনটি ব্যবহার করা যাবে।

আইওএস ব্যবহারকারীরা তাদের ২.২০.১১০.২৩ আপডেটে ‘অলওয়েজ’ নামের একটি অপশন পাচ্ছেন। এই ফিচারের মাধ্যমে চিরদিনের জন্য চ্যাট মিউট করে রাখা যাবে।

হোয়াটসঅ্যাপ প্রায় প্রতি মাসে নতুন-নতুন ফিচার যোগ করছে তাদের অ্যাপে। খুব তাড়াতাড়ি একাধিক ডিভাইসে অ্যাপটি ব্যবহারের সুবিধা আসার কথা। সেটি আসলে মোট চারটি ফোনে আপনি এক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ একসঙ্গে একটি ডিভাইসের পাশাপাশি শুধু ওয়েবে ব্যবহার করা যায়।

নতুন আপডেটে বেটা ভার্সনে ফিচারটি ‘লিংকড ডিভাইসেস’ নামে শো করতে দেখা গেছে।

সাধারণ ভার্সনে আসলে এই ফিচারটি থাকবে অ্যাপের সেটিংস অপশনে। কোন কোন ডিভাইসে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটি অ্যাকাউন্ট থেকেই দেখা যাবে।

আরেকটি ফিচারের নাম ‘অ্যাডভান্সড সার্চ’। নাম দেখে বোঝা যাচ্ছে সার্চিংয়ের সুবিধার জন্য রাখা হয়েছে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সার্চে ট্যাপ করে ছবি, ভিডিও, লিংক এবং অডিওর আলাদা-আলাদা ক্যাটাগরি পাবেন।

Tag :

শেয়ার করুন

হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে নতুন ফিচার

আপডেট টাইম : ০৬:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০

৭১: ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ২.২০৩৯.৯ ওয়েব ভার্সনের আপডেটে দারুণ দুটি ফিচার এসেছে।

ওয়াবেটাইনফো জানিয়েছে, ডেস্কটপ ব্যবহারকারীরা এখন ওয়েবে ক্যাটালগ শর্টকাট পাচ্ছেন। এই অপশনটি বিজনেস চ্যাটে ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। অর্থাৎ ক্যাটালগ অফার করতে চাইলে এই অপশনটি ব্যবহার করা যাবে।

আইওএস ব্যবহারকারীরা তাদের ২.২০.১১০.২৩ আপডেটে ‘অলওয়েজ’ নামের একটি অপশন পাচ্ছেন। এই ফিচারের মাধ্যমে চিরদিনের জন্য চ্যাট মিউট করে রাখা যাবে।

হোয়াটসঅ্যাপ প্রায় প্রতি মাসে নতুন-নতুন ফিচার যোগ করছে তাদের অ্যাপে। খুব তাড়াতাড়ি একাধিক ডিভাইসে অ্যাপটি ব্যবহারের সুবিধা আসার কথা। সেটি আসলে মোট চারটি ফোনে আপনি এক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ একসঙ্গে একটি ডিভাইসের পাশাপাশি শুধু ওয়েবে ব্যবহার করা যায়।

নতুন আপডেটে বেটা ভার্সনে ফিচারটি ‘লিংকড ডিভাইসেস’ নামে শো করতে দেখা গেছে।

সাধারণ ভার্সনে আসলে এই ফিচারটি থাকবে অ্যাপের সেটিংস অপশনে। কোন কোন ডিভাইসে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটি অ্যাকাউন্ট থেকেই দেখা যাবে।

আরেকটি ফিচারের নাম ‘অ্যাডভান্সড সার্চ’। নাম দেখে বোঝা যাচ্ছে সার্চিংয়ের সুবিধার জন্য রাখা হয়েছে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সার্চে ট্যাপ করে ছবি, ভিডিও, লিংক এবং অডিওর আলাদা-আলাদা ক্যাটাগরি পাবেন।