নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ করায় যুবকের হাত ভেঙে দিল দুর্বৃত্তরা
- আপডেট টাইম : ১১:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
- / 145
নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
আহত যুবককে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে লোহাগড়া পৌর শহরের কুন্দশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সহকারী প্রধান শিক্ষক পদে শিপ্রা রানী বিশ্বাসকে মোটা অংকের অর্থের বিনিময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়। পরিচালনা পর্ষদের সদস্যরা এ নিয়োগ দেন।
এলাকাবাসী এ নিয়োগ বাতিলের দাবিতে সম্প্রতি সভা-মানববন্ধন করে আসছিল। মঙ্গলহাটা গ্রামের মোকসেদ মোল্যার ছেলে আবদুল আহাদ মোল্যা শুরু থেকেই নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ করেন।
এর জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে আহাদ বাড়ি ফেরার পথে কুন্দশী এলাকার নায়েব মোতালেবের বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত পিটিয়ে বাম হাত ভেঙে গুরুতর আহত করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।