ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রিফাত হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবিতে সড়কে ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • / 116

রিফাত শরীফকে হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বরগুনার সরকারি কলেজ সড়কে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বামনা উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকালে বরগুনার বামনা প্রেসক্লাবের সম্মুখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোরর্শেদ শাহরিয়া গোলদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য দেন বামনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন জনী ও সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান প্রমুখ।

বক্তারা রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান ও বাকি আসামিদের দ্রুত গ্রেফতারসহ গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag :

শেয়ার করুন

রিফাত হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবিতে সড়কে ছাত্রলীগ

আপডেট টাইম : ১১:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯

বরগুনার সরকারি কলেজ সড়কে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বামনা উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকালে বরগুনার বামনা প্রেসক্লাবের সম্মুখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোরর্শেদ শাহরিয়া গোলদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য দেন বামনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন জনী ও সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান প্রমুখ।

বক্তারা রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান ও বাকি আসামিদের দ্রুত গ্রেফতারসহ গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।