আব্দুল্লাহপুরে ১২ রেস্টুরেন্টেকে জরিমানা
- আপডেট টাইম : ০৪:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / 98
৭১: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর এলাকার ১২টি হোটেল ও রেস্টুরেন্টকে নিবন্ধন এবং লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) উপজেলা দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি অভিযান চালিয়ে এই জরিমানা করেন।এসময় কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ তাকে সার্বিক সহযোগিতা করেন।
এসময় নিবার্হী ম্যাজিস্ট্রেট তিন্নি বলেন, বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট আইন ২০১৪ এর বিধি মোতাবেক আজ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর এবং রাজেন্দ্রপুর এলাকায় মোট ১২টি হোটেলে ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ৫ টি (পাচটি) মামলায় সর্বমোট ৫০০০০/- পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
এসময় ৪টি হোটেল বন্ধ পাওয়া যায়। ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে লাইসেন্স ও নিবন্ধন ছাড়া হোটেল ও রেস্তোরা চালনা করা যাবে না মর্মে সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স ও নিবন্ধন করার জন্য ব্যবসায়ীদের নিকট নিবন্ধন ফরম সরবরাহ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।