শিরোনাম :
স্পার নামে দেহ ব্যবসা, রাজধানীতে আটক ২৮
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / 80
৭১: রাজধানীর গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে নারীসহ ২৮ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই স্পা সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন শোষণ ও নিপীড়নমূলক কাজ চলে আসছিল।
এদিকে গুলশান থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় ওই স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে স্পার নামে প্রতিষ্ঠানটির অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন গুলশান থানার এসআই মো. ওলিয়ার রহমান।
Tag :