‘ভ্যাকসিন না এলে আমার যৌবনটাই ফুরিয়ে যাবে’
- আপডেট টাইম : ০৩:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / 99
৭১: মালাইকা অরোরা। ভারতের একজন আকর্ষনীয় মডেল ও অভিনেত্রী। তিনি করোনায় আক্রান্ত। গেলো ৬ সেপ্টেম্বর সবাইকে চমকে দিয়ে মালাইকা জানিয়েছিলেন যে তিনি করোনা ভাইরাসের কোপে পড়েছেন।
তার মাত্র কয়েক ঘণ্টা আগেই প্রেমিক অর্জুন কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। অতঃপর দুয়ে দুয়ে চার করে একইদিনে এই সেলেবজুটির কোভিড আক্রান্ত হওয়ার খবর নিয়ে কম চর্চা হয়নি সোশ্যাল মিডিয়ায়।
ডাক্তার ও প্রশাসনের পরামর্শ মেনে বাড়িতেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন উপসর্গহীন মালাইকা।
এবার চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে থাকা মালাইকা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “কেউ করোনার ভ্যাকসিনটা বের করো রে বাবা, নাহলে আমার যৌবনটাই ফুরিয়ে যাবে মনে হচ্ছে!…” এর সঙ্গে একটি মজার ইমোজিও জুড়েছেন মালাইকা।
তবে এই পোস্ট রসিকতার নজরে দেখলেও অনেকেই বলছেন যে, করোনা ভাইরাসের রোষে পড়েও কিন্তু মনের জোর ঠিক রেখেছেন মালাইকা। নইলে কী আর এরকম পোস্ট সম্ভব?