ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বিদেশী মদসহ বিক্রেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • / 84

৭১: ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুরে বিদেশী মদসহ নুর আবছার (২৮) নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দেবীপুর গ্রামের সুলতানিয়া মাদরাসা রোডে অবস্থান নেয়।

এ সময় সন্দেহজনক মনে হলে ২টি সিএনজি অটোরিক্সাকে থামানোর সংকেত দেয়। চালক না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

আটক সিএনজি চালক নুর আবছার পরশুরাম উপজেলার দক্ষিণ গুথুমা গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে। অপর সিএনজি চালক পালিয়ে যায়।

পরে সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ৫১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় হুইস্কি (মদ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৭ হাজার টাকা ও জব্দকৃত ২টি সিএনজির আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আলী আশরাফ তুষার জানান, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

শেয়ার করুন

ফেনীতে বিদেশী মদসহ বিক্রেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

৭১: ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুরে বিদেশী মদসহ নুর আবছার (২৮) নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দেবীপুর গ্রামের সুলতানিয়া মাদরাসা রোডে অবস্থান নেয়।

এ সময় সন্দেহজনক মনে হলে ২টি সিএনজি অটোরিক্সাকে থামানোর সংকেত দেয়। চালক না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

আটক সিএনজি চালক নুর আবছার পরশুরাম উপজেলার দক্ষিণ গুথুমা গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে। অপর সিএনজি চালক পালিয়ে যায়।

পরে সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ৫১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় হুইস্কি (মদ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৭ হাজার টাকা ও জব্দকৃত ২টি সিএনজির আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আলী আশরাফ তুষার জানান, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।