সেরা এসি এলিন চৌধুরী
- আপডেট টাইম : ০১:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / 93
৭১: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেরা এসি (সহকারী কমিশনার) নির্বাচিত হয়েছেন বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. এলিন চৌধুরী। আগস্ট মাসের পারফরম্যান্সের ভিত্তিতে তাকে সেরা
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজারবাগে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ এসির সম্মাননা দেয়া হয়।
ডিএমপি সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পরামর্শে এবং অধস্তন কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে নিয়ে রাজধানীর বাড্ডা ও ভাটারা থানা এলাকায় ভূমিদস্যুদের দমনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
এছাড়া মাদক নির্মূল, জুয়াড়িদের উচ্ছেদসহ কুখ্যাত অপরাধীচক্রের বিরুদ্ধে সময়োপযোগী ও যথাযথ আইনানুগ ব্যবস্থা নিয়ে পেশাগত, নির্মোহ ও দক্ষ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাড্ডা জোনের সিনিয়র এসি মো. এলিন চৌধুরী।
বাড্ডা জোনের সিনিয়র এসি মো. এলিন চৌধুরী ২০১৪ সালে ৩৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার কুশলা গ্রামে এই পুলিশ কর্মকর্তা জন্মগহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণ পদ রায়সহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।