ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিম বিদ্বেষী বক্তব্যে শ্রীলংকাকে সতর্ক করল ওআইসি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • / 128

মুসলিম বিদ্বেষী বক্তব্যে শ্রীলংকাকে সতর্ক করল ওআইসি। ছবি: সংগৃহীত

শ্রীলংকায় মুসলিম বিদ্বেষী ঘটনা বেড়ে চলায় ইসলামিক সহযোগিতা সংগঠন (ওআইসি) দেশটিকে সতর্ক করেছে।

বুধবার বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সদস্য বিশিষ্ট রাষ্ট্রে ওআইসি এক বিবৃতিতে জানায়, ওআইসি খুব কাছ থেকে শ্রীরংকায় মুসলিমদের বিষয়টি পর্যবেক্ষণ করছে।

জেদ্দাভিত্তিক এ সংস্থাটি শ্রীলংকার মুসলিমদের ওপর বিভিন্ন নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান বিষয় নিয়ে তারা বলছে, দেশটিতে হঠাৎ একটি গ্রুপ মুসলিমদের হুমকি, মুসলিম বিরোধী বিশ্লেষণ ও বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার ঘটনা বাড়িয়ে দিয়েছে।

সংস্থাটি শ্রীলংকা কর্তৃপক্ষকে সতর্ক করেছে, দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বেড়ছে যা অসহনীয়। এ অবস্থায় দেশটিতে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

ওআইসি বিবৃতিতে আরও উল্লেখ করে, সন্ত্রাস কোনো ধর্ম বা সম্প্রদায় করে না, বরং চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

শ্রীলংকায় ৯.২ শতাংশ মুসলিম জনগোষ্ঠী বসবাস করেন। গত ২১ এপ্রিল কয়েকটি চার্চ ও হোটেলে আত্মঘাতী বোমা হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন। এ হামলায় ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে দেশটিতে মুসলিমরা ঘৃণ্য হামলার মুখোমুখি হচ্ছে।

এ হামলার পরে শ্রীলংকা কর্তৃপক্ষ দেশটিতে ২ মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছিল।

Tag :

শেয়ার করুন

মুসলিম বিদ্বেষী বক্তব্যে শ্রীলংকাকে সতর্ক করল ওআইসি

আপডেট টাইম : ১১:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯

শ্রীলংকায় মুসলিম বিদ্বেষী ঘটনা বেড়ে চলায় ইসলামিক সহযোগিতা সংগঠন (ওআইসি) দেশটিকে সতর্ক করেছে।

বুধবার বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সদস্য বিশিষ্ট রাষ্ট্রে ওআইসি এক বিবৃতিতে জানায়, ওআইসি খুব কাছ থেকে শ্রীরংকায় মুসলিমদের বিষয়টি পর্যবেক্ষণ করছে।

জেদ্দাভিত্তিক এ সংস্থাটি শ্রীলংকার মুসলিমদের ওপর বিভিন্ন নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান বিষয় নিয়ে তারা বলছে, দেশটিতে হঠাৎ একটি গ্রুপ মুসলিমদের হুমকি, মুসলিম বিরোধী বিশ্লেষণ ও বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার ঘটনা বাড়িয়ে দিয়েছে।

সংস্থাটি শ্রীলংকা কর্তৃপক্ষকে সতর্ক করেছে, দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বেড়ছে যা অসহনীয়। এ অবস্থায় দেশটিতে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

ওআইসি বিবৃতিতে আরও উল্লেখ করে, সন্ত্রাস কোনো ধর্ম বা সম্প্রদায় করে না, বরং চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

শ্রীলংকায় ৯.২ শতাংশ মুসলিম জনগোষ্ঠী বসবাস করেন। গত ২১ এপ্রিল কয়েকটি চার্চ ও হোটেলে আত্মঘাতী বোমা হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন। এ হামলায় ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে দেশটিতে মুসলিমরা ঘৃণ্য হামলার মুখোমুখি হচ্ছে।

এ হামলার পরে শ্রীলংকা কর্তৃপক্ষ দেশটিতে ২ মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছিল।