ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সকাল থেকে আবজালকে দুদকের জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • / 90

৭১: দুর্নীতির পৃথক দুটি মামলায় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুদকের একটি দল আবজালকে জিজ্ঞাসাবাদ করছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ জিজ্ঞাসবাদের অনুমতি দেন।

দুদক সচিব দিলওয়ার বখত বলেছেন, আবজালের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ সেসঙ্গে আবজালের স্ত্রী রুবিনা খানমকে খোঁজা হচ্ছে। তাদের দেশ-বিদেশে আরো কত সম্পদ আছে তা জানা হবে।

এর আগে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ জুন পৃথক দুটি মামলা করে দুদক। একটি মামলায় অবৈধভাবে অর্জিত ২৬৩ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১৭৫ টাকা এবং আরেকটি মামলায় আবজালের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়। সেসঙ্গে ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

Tag :

শেয়ার করুন

সকাল থেকে আবজালকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট টাইম : ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

৭১: দুর্নীতির পৃথক দুটি মামলায় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুদকের একটি দল আবজালকে জিজ্ঞাসাবাদ করছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ জিজ্ঞাসবাদের অনুমতি দেন।

দুদক সচিব দিলওয়ার বখত বলেছেন, আবজালের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ সেসঙ্গে আবজালের স্ত্রী রুবিনা খানমকে খোঁজা হচ্ছে। তাদের দেশ-বিদেশে আরো কত সম্পদ আছে তা জানা হবে।

এর আগে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ জুন পৃথক দুটি মামলা করে দুদক। একটি মামলায় অবৈধভাবে অর্জিত ২৬৩ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১৭৫ টাকা এবং আরেকটি মামলায় আবজালের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়। সেসঙ্গে ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।