৫ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ
- আপডেট টাইম : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / 93
৭১: মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গ করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ ৬ জনের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় পাঁচ বাংলাদেশিসহ ৬ জনকে খোঁজার জন্য স্থানীয় গণমাধ্যমসহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের ছবি প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহোযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই পাঁচ বাংলাদেশি হলেন, সোহেল শেখ (৩৮), আরিফুল হক সায়েম (৩১), সুমাইয়া আকতার কনিকা (৩১), মোহাম্মদ লোকমান (২৭), মোহাম্মদ রাসেল হোসেন (২৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে বেশ কয়েকটি মামলা-মোকদ্দমার ক্ষেত্রে আদালতে বিচারের উদ্দেশ্যে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চাইছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও জানানো হয়, উল্লেখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অভিবাসন কর্তৃপক্ষকে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর অনুরোধ করা হলো।