শিরোনাম :
৩০ নভেম্বরের মধ্যেই যুবলীগের সম্মেলন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১১:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
- / 113
আগামী ৩০ নভেম্বরের মধ্যেই যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। তবে সম্মেলনের দিন তারিখ এখনো নির্ধারণ হয়নি।
এর আগে বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই যুবলীগসহ সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সম্মেলন নিয়মিত হলেও দলের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের সম্মেলনজট লেগেই আছে। সবশেষ ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস হয়। সেটিও দীর্ঘ ৯ বছর পর। ষষ্ঠ এ কমিটির মেয়াদও ফুরিয়েছে ২০১৫ সালের ১৪ জুলাই। এরপরেও কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। অথচ গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর সম্মেলন হওয়ার কথা।
ইত্তেফাক/জেডএইচ
Tag :