ক্রিকেটারদের স্কিল ট্রেইনিংয়ে ফেরাতে প্রস্তুত হচ্ছে মিরপুরের উইকেট
- আপডেট টাইম : ০৫:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / 85
৭১: ক্রিকেটারদের দ্রুত স্কিল ট্রেইনিংয়ে ফেরাতে প্রস্তুত করা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের উইকেট। জাতীয় দলের সাথে একই সময় এইচপি দলও যেতে পারে শ্রীলঙ্কায় ক্যাম্প করতে। দুই দল গোছাতে মিরপুরে ব্যস্ততা বেড়েছে নির্বাচকদের।
ধীরে ধীরে সুখবর মিলছে টাইগার ক্রিকেটে। করোনা ভয়কে জয় করে ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন বেশ আগেই। লংকা সফরও চূড়ান্ত, তাইতো জোড়েসোড়ে চলছে দলীয় অনুশীলনের প্রস্তুতি।
পাঁচ মাসেরও বেশি সময়, পরিত্যক্ত শেরে বাংলার উইকেট। লম্বা ঘাসে ঢাকা পড়েছিল ২২ গজ। পরিচর্যায় ব্যস্ত মাঠকর্মীরা, আউট ফিল্ডের সাথে এবার প্রস্তুত করা হচ্ছে মিরপুরের উইকেট। দ্রুতই যে স্কিল ট্রেইনিংয়ে ফিরতে হবে মুশফিক, মুমিনুলদের।
সেপ্টেম্বরের শেষে টাইগারদের লংকায় উড়াল দেবার খবর মিলেছে। সিরিজে টেস্টের সাথে যোগ হচ্ছে টি টোয়েন্টি। জাতীয় দলের সাথে শ্রীলঙ্কায় যাবার জোড় সম্ভাবানা এইচপি টিমেরও। আন্ডার তেইশের ক্যাম্প হতে পারে হাম্বানটোটায়। দল গোছানোর কাজে ব্যস্ত নির্বাচকরা। মূল আর একাডেমি মাঠের সাথে ইন্ডোর, ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন পরখ করতে ছোটাছুটি নান্নু, বাশারের। দল বাছাইয়ে সেরে নিচ্ছেন হোম ওয়ার্ক।
এদিকে, ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। মুমিনুল, সৌম্য শুরু করেছেন স্কিল ট্রেইনিং। ফিনটেসের উপরই জোড় দিয়েছেন টি টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। বোলিং শুরু করেছেন টেস্ট স্পোশালিস্ট স্পিনার তাইজুল ইসলাম। আর এইচপি টিম মেম্বার মেহেদী হাসান রানা।