ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুশান্তের প্রেমিকা রিয়া গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • / 101

৭১: টানা তিন দিন জিজ্ঞাসাবাদের পর আজ (৮ সেপ্টেম্বর) সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

সম্প্রতি রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এরপর গত ২৬ আগস্ট বলিউডের এই অভিনেত্রী ও তার ভাই এবং আরও কয়েকজনের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রোপিক সাবস্টেন্সস (এনডিপিএস) আইনের ধারা ২০, ২২, ২৭ এবং ২৯ এর অধীনে একটি মামলা দায়ের করে বিষয়টির তদন্ত শুরু এনসিবি।

এরপর গত ৬ সেপ্টেম্বর রিয়াকে প্রথমবার জেরা করে এনসিবি। পরে ৫ সেপ্টেম্বরও তাকে ডাকা হয় করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডাকা হয় রিয়াকে। কিছুক্ষণ জেরার পরই দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করে এনসিবি। ইতিমধ্যে তার ডাক্তারি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে এনসিবি’র একটি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর ও সুশান্ত সিং রাজপুতের বাড়ির সাবেক ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার বাড়িতে অভিযান চালায়। তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই সৌভিক-স্যামুয়েলকে গ্রেপ্তার করা হয়।

Tag :

শেয়ার করুন

সুশান্তের প্রেমিকা রিয়া গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০

৭১: টানা তিন দিন জিজ্ঞাসাবাদের পর আজ (৮ সেপ্টেম্বর) সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

সম্প্রতি রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এরপর গত ২৬ আগস্ট বলিউডের এই অভিনেত্রী ও তার ভাই এবং আরও কয়েকজনের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রোপিক সাবস্টেন্সস (এনডিপিএস) আইনের ধারা ২০, ২২, ২৭ এবং ২৯ এর অধীনে একটি মামলা দায়ের করে বিষয়টির তদন্ত শুরু এনসিবি।

এরপর গত ৬ সেপ্টেম্বর রিয়াকে প্রথমবার জেরা করে এনসিবি। পরে ৫ সেপ্টেম্বরও তাকে ডাকা হয় করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডাকা হয় রিয়াকে। কিছুক্ষণ জেরার পরই দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করে এনসিবি। ইতিমধ্যে তার ডাক্তারি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে এনসিবি’র একটি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর ও সুশান্ত সিং রাজপুতের বাড়ির সাবেক ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার বাড়িতে অভিযান চালায়। তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই সৌভিক-স্যামুয়েলকে গ্রেপ্তার করা হয়।