বডিগার্ডকে বিয়ে করছেন পামেলা
- আপডেট টাইম : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / 92
৭১: প্রেম-বিয়ে নিয়ে দশকের পর দশক আলোচনায় আছেন পামেলা অ্যান্ডারসন। করোনার সময়ও রোমান্টিক সম্পর্ক থেকে দূরে ছিলেন না। চুটিয়ে প্রেম করেছেন বডিগার্ডের সঙ্গে। এবার তারা বিয়ের কথা ভাবছেন।
১৯৯০ সালে ‘প্লেবয়’ ম্যাগাজিনের মডেল হয়ে তুমুল আলোচনায় আসেন পামেলা অ্যান্ডারসন। আর ‘বেওয়াচ’ তো সারা দুনিয়ায় ঝড় তোলে। এখনো তিন দশক আগের এ সিরিজ নিয়ে চর্চা হয়, অবধারিতভাবে এসে পড়ে পামেলার নাম।
প্রেমে পড়তেও জুড়ি নেই পামেলার। জীবনে কতবার সম্পর্ক ভেঙেছেন, তার পর ফের নতুন সম্পর্ক গড়েছেন ইয়ত্তা নেই ৫৩ বছর বয়সী অভিনেত্রীর। এবার প্রেমে পড়লেন ব্যক্তিগত বডিগার্ডের।
৪০ বছরের এই বডিগার্ড দুই বছর ধরে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। মার্চে করোনা লকডাউনে শুরু হলে তারা একসঙ্গে কোয়ারেন্টাইনে যান, এর পর প্রেম।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, নতুন প্রেম নিয়ে ভীষণ সিরিয়াস পামেলা। বিয়ের কথাও ভাবছেন।
পামেলার সর্বশেষ বিয়ে ও বিচ্ছেদ বেশিদিন আগের কথা নয়। চলতি বছরের ২০ জানুয়ারি ‘ব্যাটম্যান’ খ্যাত প্রযোজক জন পিটার্সকে বিয়ে করেন তিনি। কিন্তু মাত্র ১২ দিন পর ডিভোর্স হয় তাদের। আশির দশকের মাঝামাঝিতে জন ও পামেলা প্রেমে জড়ান। কয়েক দশক সম্পর্কের বিরতির পর চলতি বছর বিয়ে করলেও টেকেনি। এটি জনেরও পঞ্চম বিয়ে ছিল।
এর আগে চারবার ঘর ভাঙে পামেলার। টমি লি ও কিড রকের সঙ্গে বিয়ে ভাঙার পর পোকার খেলোয়াড় রিক সলোমনের ঘরনি হন। সেটাও আবার একবার নয়, দুবার। সেই সম্পর্ক দানা না বাঁধায় একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান পামেলা।
এখন দেখার বিষয়— বডিগার্ডের সঙ্গে গুঞ্জন কোনো পরিণতি পায় কি-না।