ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের একমাত্র দ্বীপ সেন্টমার্টিন কবে খুলছে?

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / 104

৭১: প্রাণঘাতী করোনার কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর বিভিন্ন শর্তে সীমিত পরিসরে উন্মুক্ত হয়েছে কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলো। তবে পর্যটকদের জন্য এখনো উন্মুক্ত হয়নি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

এবার জানা গেছে, কবে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন?

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, নভেম্বরের আগে খুলছে না সেন্টমার্টিন দ্বীপ।

তিনি জানান, সীমিত পরিসরে কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের পর্যটনকেন্দ্রগুলো খোলা হলেও বিধি-নিষেধেই থাকছে প্রবালদ্বীপ সেন্টমার্টিন। দ্বীপে এ পর্যন্ত কোনো করোনায় আক্রান্ত পাওয়া যায়নি। যেভাবে আছে সেভাবেই থাকতে হবে প্রবাল দ্বীপের বাসিন্দাদের।

তিনি আরও জানান, নভেম্বরে পর্যটন মৌসুমের আগে সেন্টমার্টিন খুলে দেয়ার কোনো চিন্তা নেই।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ বলেন, পর্যটকদেরভারে বিপন্ন হতে চলা এ দ্বীপ ভ্রমণে নতুন নিয়ম আসতে পারে। সেন্টমার্টিনে প্রতিদিন এক হাজার ২০০ জনের বেশি পর্যটক যেতে দেয়া হবে না। এছাড়া সপ্তাহে একদিন পর্যটক প্রবেশ বন্ধ রাখা হবে।

এদিকে গত এপ্রিলে পর্যটন শিল্পের সংস্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে নবগঠিত ‘সম্মিলিত পর্যটন জোট’ এর নেতাদের অনলাইনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো ও বেসরকারি পর্যটন ব্যবসায়ীরা এ সিদ্ধান্তে একমত হয়েছেন বলে জানা গেছে।

Tag :

শেয়ার করুন

দেশের একমাত্র দ্বীপ সেন্টমার্টিন কবে খুলছে?

আপডেট টাইম : ০৫:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০

৭১: প্রাণঘাতী করোনার কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর বিভিন্ন শর্তে সীমিত পরিসরে উন্মুক্ত হয়েছে কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলো। তবে পর্যটকদের জন্য এখনো উন্মুক্ত হয়নি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

এবার জানা গেছে, কবে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন?

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, নভেম্বরের আগে খুলছে না সেন্টমার্টিন দ্বীপ।

তিনি জানান, সীমিত পরিসরে কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের পর্যটনকেন্দ্রগুলো খোলা হলেও বিধি-নিষেধেই থাকছে প্রবালদ্বীপ সেন্টমার্টিন। দ্বীপে এ পর্যন্ত কোনো করোনায় আক্রান্ত পাওয়া যায়নি। যেভাবে আছে সেভাবেই থাকতে হবে প্রবাল দ্বীপের বাসিন্দাদের।

তিনি আরও জানান, নভেম্বরে পর্যটন মৌসুমের আগে সেন্টমার্টিন খুলে দেয়ার কোনো চিন্তা নেই।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ বলেন, পর্যটকদেরভারে বিপন্ন হতে চলা এ দ্বীপ ভ্রমণে নতুন নিয়ম আসতে পারে। সেন্টমার্টিনে প্রতিদিন এক হাজার ২০০ জনের বেশি পর্যটক যেতে দেয়া হবে না। এছাড়া সপ্তাহে একদিন পর্যটক প্রবেশ বন্ধ রাখা হবে।

এদিকে গত এপ্রিলে পর্যটন শিল্পের সংস্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে নবগঠিত ‘সম্মিলিত পর্যটন জোট’ এর নেতাদের অনলাইনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো ও বেসরকারি পর্যটন ব্যবসায়ীরা এ সিদ্ধান্তে একমত হয়েছেন বলে জানা গেছে।