ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুশান্তের গলায় সুচের চিহ্ন, পা ভেঙে পিছনে মোড়ানো ছিল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • / 83

৭১: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আড়াই মাস পার হলেও এখনও মেলেনি কোন সুরাহা। তবে সিবিআই তদন্তের ভার নেয়ার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সুশান্তের মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল মুম্বাইয়ের কুপার হাসপাতালে। সেখানকার এক স্বাস্থকর্মীর বক্তব্যে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই কর্মী সুশান্তের বডি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় থেকে মরদেহ শশ্মানে নিয়ে যাওয়া পর্যন্তই ছিলেন সঙ্গে।
তার কথায়, ‘এটা খুনই ছিল। সুশান্তের শরীরে সুই ফোটানোর চিহ্ন ছিল। গলায় ১৫ থেকে ২০টা সুইয়ের চিহ্ন ছিল। এমনকি গলায় এক জায়গায় সেলোটেপ লাগানো ছিল। পা ভাঙা ছিল।’
ওই কর্মচারীর দাবি এটা খুন ছিল। অনেক ডাক্তারাও বলাবলি করছিলেন যে এটা খুন।
ওই ব্যক্তি আরও বলেন, বডি দেখেই তার মনে হয়েছিল এটা আত্মহত্যা নয়। তবে পোস্টমর্টেম রিপোর্ট দেখে তিনিও অবাক হয়েছিলেন। এই ব্যক্তিই দেখেছিলেন হাসপাতালে রিয়া এসে সুশান্তের কাছে ক্ষমা চাইছে।
এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন সুশান্তের দিদি শ্বেতা। তিনি লিখেছেন, ‘এই সব খবর জানতে পেরে আমার হৃদয় হাজার বার ভেঙে যাচ্ছে। জানি না ওরা ভাইয়ের সঙ্গে কি করেছিল। দয়া করে ওদের গ্রেফতার করুন।’

Tag :

শেয়ার করুন

সুশান্তের গলায় সুচের চিহ্ন, পা ভেঙে পিছনে মোড়ানো ছিল

আপডেট টাইম : ০৩:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

৭১: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আড়াই মাস পার হলেও এখনও মেলেনি কোন সুরাহা। তবে সিবিআই তদন্তের ভার নেয়ার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সুশান্তের মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল মুম্বাইয়ের কুপার হাসপাতালে। সেখানকার এক স্বাস্থকর্মীর বক্তব্যে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই কর্মী সুশান্তের বডি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় থেকে মরদেহ শশ্মানে নিয়ে যাওয়া পর্যন্তই ছিলেন সঙ্গে।
তার কথায়, ‘এটা খুনই ছিল। সুশান্তের শরীরে সুই ফোটানোর চিহ্ন ছিল। গলায় ১৫ থেকে ২০টা সুইয়ের চিহ্ন ছিল। এমনকি গলায় এক জায়গায় সেলোটেপ লাগানো ছিল। পা ভাঙা ছিল।’
ওই কর্মচারীর দাবি এটা খুন ছিল। অনেক ডাক্তারাও বলাবলি করছিলেন যে এটা খুন।
ওই ব্যক্তি আরও বলেন, বডি দেখেই তার মনে হয়েছিল এটা আত্মহত্যা নয়। তবে পোস্টমর্টেম রিপোর্ট দেখে তিনিও অবাক হয়েছিলেন। এই ব্যক্তিই দেখেছিলেন হাসপাতালে রিয়া এসে সুশান্তের কাছে ক্ষমা চাইছে।
এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন সুশান্তের দিদি শ্বেতা। তিনি লিখেছেন, ‘এই সব খবর জানতে পেরে আমার হৃদয় হাজার বার ভেঙে যাচ্ছে। জানি না ওরা ভাইয়ের সঙ্গে কি করেছিল। দয়া করে ওদের গ্রেফতার করুন।’