শিরোনাম :
হাজারীবাগে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, মুখোমুখি দুই পক্ষ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / 79
৭১: রাজধানীর হাজারীবাগ বড় মসজিদের কমিটি নিয়ে মুখোমুখি অবস্থানে ছিলো দুই পক্ষ।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর আধিপত্য বিস্তারের জন্য মসজিদে অবস্থান নেয়ার চেষ্টা চলে। তবে পুলিশ দুই পক্ষকেই মসজিদ থেকে বের করে দেয়। সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন তথ্যে আগে থেকেই মসজিদের সামনের সড়কের দুদিকে অস্থান নেয় পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, বর্তমান মসজিদ কমিটিকে সরিয়ে দিতে বর্তমানে আরেকটি পক্ষ বাধ্য করার চেষ্টা করছে। এ নিয়ে গত শুক্রবার নামাজের পর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। মূলত মসজিদ কমিটির দায়িত্বে বেশ কিছু স্থাপনা থাকায় অপর পক্ষ তৎপর হয়ে উঠেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খলা করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Tag :