ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত ১

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • / 78

৭১: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে রূপন তঞ্চঙ্গ্যা (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার দূর্গম রাইখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপন তঞ্চঙ্গ্যা উপজেলা শহর থেকে বৃহস্পতিবার রাতে তার নিজ এলাকা দূর্গম রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় যাওয়ার সময় বন্য হাতির আক্রমাণের শিকার হয়। স্থানীয়রা তাকে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করে ওইদিন রাতে আহত অবস্থায় রাতে উদ্ধার করে প্রথমে খ্রিস্টান মিশনারী হাসপাতালে নিয়ে আসে। এরপর উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে প্রেরণ করা হলে ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি চট্টগ্রাম থেকে শুত্রবার সকালে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপর একইদিন দুপুরে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হবে বলে যোগ করেন ওসি।

Tag :

শেয়ার করুন

রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত ১

আপডেট টাইম : ০৬:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০

৭১: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে রূপন তঞ্চঙ্গ্যা (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার দূর্গম রাইখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপন তঞ্চঙ্গ্যা উপজেলা শহর থেকে বৃহস্পতিবার রাতে তার নিজ এলাকা দূর্গম রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় যাওয়ার সময় বন্য হাতির আক্রমাণের শিকার হয়। স্থানীয়রা তাকে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করে ওইদিন রাতে আহত অবস্থায় রাতে উদ্ধার করে প্রথমে খ্রিস্টান মিশনারী হাসপাতালে নিয়ে আসে। এরপর উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে প্রেরণ করা হলে ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি চট্টগ্রাম থেকে শুত্রবার সকালে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপর একইদিন দুপুরে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হবে বলে যোগ করেন ওসি।