সি আর দত্তের মৃত্যুতে দুই মেয়রের শোক
- আপডেট টাইম : ০৪:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / 82
৭১: মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ততের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো পৃথক শোকবার্তায় তারা শোক প্রকাশ করেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে তার বীরত্বগাথা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো।’
শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সি আর দত্ত বাঙালি ও বাঙালির স্বাধীনতা অর্জনে অবিচল থেকে যেমনি আমাদেরকে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ উপহার দিতে নিজের জীবনকে তুচ্ছ করেছেন। তেমনি তিনি জাতির পিতার চেতনা উৎসরিত অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রয়াসকে জীবনের প্রতিটি ক্ষণে হৃদয়ে ধারণ করেছেন। তিনি আমাদের ভালোবাসা-শ্রদ্ধার আকাশে চির সমুজ্জ্বল হয়ে থাকবেন।’
দুই মেয়রই সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।