ক্রাউলি-বাটলার-অ্যান্ডারসনে ধুঁকছে পাকিস্তান
- আপডেট টাইম : ০৪:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / 103
৭১: তৃতীয় টেস্টের নাটাই এখন ইংল্যান্ডের হাতে। প্রথম দুইদিনে রীতিমতো ইংল্যান্ডে পিষ্ট হয়েছে সফরকারীরা। বিশেষ করে তরুণ ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি, অভিজ্ঞ জস বাটলার ও বোলার জেমস অ্যান্ডারসনে।
আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ক্রাউলি ও বাটলার পঞ্চম উইকেটে রেকর্ড ৩৫৯ রান তুলেছেন। ক্রাউলি তার মেইডেন সেঞ্চুরিতে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। আর বাটলার তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান। ক্রাউলির ২৬৭ ও বাটলারের ১৫২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৫৮৩ রান তুলে ইনিংস ঘোষণা দিয়েছে ইংল্যান্ড।
জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। ক্রিজে আছেন আজহার আলী (৪)। তিনি রোববার নতুন সঙ্গীকে নিয়ে ব্যাট করতে নামবেন। ইংল্যান্ডের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ৫৫৯ রানে।
পাকিস্তানের আউট হয়েছেন শান মাসুদ (৪), আবিদ আলী (১) ও বাবর আজম (১১)। তিনটি উইকেটই নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ৬০০ উইকেট থেকে মাত্র ৪ উইকেট দূরে আছেন তিনি।