ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আরও এক মাস কারাগারে থাকতে হবে পাপুলকে!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
  • / 80

৭১: কুয়েতে মানব ও অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার লক্ষ্মীপুরের সংসদ সদস্য মো. শহীদ ইসলাম পাপুলের আটকাদেশ আরও এক মাস বাড়িয়েছে দেশটির আদালত।

এ নিয়ে ৬ জুন আটকের পর থেকে পাঁচবার তার আটকাদেশ বাড়ানো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) কুয়েতের আদালত তাকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেয়। দেশটির আরবি দৈনিক আল কাবাস এ খবর জানায়।

এদিকে আটকের পর ২৪ জুন পর্যন্ত ২১ দিনের রিমান্ড শেষে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এছাড়া পাপলুকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তাকে সহায়তাকারী দুই কুয়েতি এমপির নাম। এর মধ্যে পাপুলের সঙ্গে অবৈধ লেনদেনে জড়িত থাকায় এক উচ্চপদস্থ কর্মকর্তাকে বহিষ্কার করে কুয়েত।

তাছাড়াও দেশটির সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মারিয়াম আল আকিল, মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনসম্পদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিন মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ দেন আদালত।

Tag :

শেয়ার করুন

আরও এক মাস কারাগারে থাকতে হবে পাপুলকে!

আপডেট টাইম : ০৪:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০

৭১: কুয়েতে মানব ও অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার লক্ষ্মীপুরের সংসদ সদস্য মো. শহীদ ইসলাম পাপুলের আটকাদেশ আরও এক মাস বাড়িয়েছে দেশটির আদালত।

এ নিয়ে ৬ জুন আটকের পর থেকে পাঁচবার তার আটকাদেশ বাড়ানো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) কুয়েতের আদালত তাকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেয়। দেশটির আরবি দৈনিক আল কাবাস এ খবর জানায়।

এদিকে আটকের পর ২৪ জুন পর্যন্ত ২১ দিনের রিমান্ড শেষে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এছাড়া পাপলুকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তাকে সহায়তাকারী দুই কুয়েতি এমপির নাম। এর মধ্যে পাপুলের সঙ্গে অবৈধ লেনদেনে জড়িত থাকায় এক উচ্চপদস্থ কর্মকর্তাকে বহিষ্কার করে কুয়েত।

তাছাড়াও দেশটির সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মারিয়াম আল আকিল, মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনসম্পদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিন মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ দেন আদালত।