এরশাদকে নিয়ে সামাজিক মাধ্যমের তথ্যে বিভ্রান্ত না হতে অনুরোধ
- আপডেট টাইম : ১০:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
- / 148
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর কোনো তথ্যে দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে এ অনুরোধ জানান তিনি।
এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আজ বিকাল ৪টা ১০ মিনিট থেকে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ কমলেও শ্বাসকষ্ট হচ্ছিল। আবার কিডনি কিছুটা কাজ করলেও তার শরীর থেকে বর্জ্য বের হচ্ছিল না।
তাই সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট দেয়।
চিকিৎসকদের বরাত দিয়ে গোলাম মোহাম্মদ কাদের বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের চিকিৎসকদের কাছে পল্লীবন্ধুর সব রিপোর্ট মেইল করা হয়েছে। কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে পল্লীবন্ধুকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়াকে সমর্থন করেনি।
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর কোন তথ্যে দেশবাসী ও গণমাধ্যম কর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানান মসিউর রহমান রাঙ্গা।
তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান।