রাজশাহীর উন্নয়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন সেতুমন্ত্রী
- আপডেট টাইম : ০৪:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 95
৭১: রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের অধীন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত তথ্য নিয়ে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী সার্বিক উন্নয়নের দিকে বিশেষ ভাবে নজর দিয়েছেন।
যার কারণে অচিরেই রাজশাহী মহানগরীর উন্নয়ন চিত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাবে। জীবন যাত্রার মান আরও সহজ হবে। এসময় তিনি রাজশাহীর সার্বিক উন্নয়নের অগ্রগতির জন্য সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের হলরুমে আয়োজিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, “সওজ রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহা: হাবিবুর রহমান, সওজ রাজশাহী সার্কেল এর তত্বাবধায়ক প্রকৌশলী মো: মাসুম সরওয়ার, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা: শামসুজ্জোহাসহ সওজের বিভিন্ন কর্মকর্তা এবং বিআরটিএ ও বিআরটিসি’র উপ-পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।