ফারিয়ার ১৫ সেকেন্ডের ভিডিও, পোস্টে আলোড়ন!
- আপডেট টাইম : ০৪:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 100
৭১: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এবার তার ১৫ সেকেন্ডের একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন ফারিয়া নিজেই।
বর্তমানে ভিডিওটিতে ভিউয়ের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে। পোস্টের মাত্র ১৭ ঘণ্টার মাথায় ভিডিওটি দেখেছে প্রায় ৬৮ হাজার মানুষ।
প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে আরজে হিসেবে মিডিয়ায় প্রবেশ করেন নুসরাত ফারিয়া। পরে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভির ‘ঠিক বলছেন তো’ অনুষ্ঠানে উপস্থাপনার মাধ্যমে ছোট পর্দায় যাত্রা হয় তার।
এদিকে ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যমে সবার নজরে আসেন ফারিয়া। তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’, রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি।
নুসরাত ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পারফর্ম করেছেন।
পরবর্তীতে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন ফারিয়া। এছাড়া টালিগঞ্জের সুপারস্টার জিৎ-এর সঙ্গেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এদিকে বর্তমানে দেশের বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন নুসরাত ফারিয়া।