বিয়ের আগেই মা হতে চলেছেন পূজা!
- আপডেট টাইম : ০৩:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / 97
৭১: বিয়ের আগেই মা হতে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। ইনস্টাগ্রামে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজে। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী পূজা জানিয়েছেন, “আমি যখন ছোট ছিলাম, আমার বরাবরের অভিযোগ ছিল আমার বাবা-মায়ের বিয়েতে তাঁরা আমায় নেমন্তন্ন করেননি। আমার সন্তানের সেই অভিযোগ অন্তত থাকবে না”। একজন আধুনিক মা হিসেবে সন্তানের উপস্থিতিতে সামাজিক বিয়ে করবেন বলে মনে মনে ঠিক করে নিয়েছেন পূজা।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্বামী কুণাল বর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন। সেখানেই স্পষ্ট দেখা গিয়েছে তাঁর বেবি বাম্প। ১৫ এপ্রিল বিয়ে হওয়ার কথা ছিল পুজা আর কুণাল বর্মার। দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্ক পূজা এবং কুণালের। এরপর ২০১৭-র ১৬ অগস্ট পূজা এবং কুণালের এনগেজমেন্ট হয়। এরপর ২০২০-র ১৫ এপ্রিলে সামাজিক নিয়মে বিয়ের কথা ছিল। কিন্তু করোনার প্রকোপের জেরে তা হয়নি। সূত্রের খবর পুজা আর কুণাল বিয়ের জন্য জমানো টাকা করোনার ত্রাণ তহবিলে দিয়ে দেন।
এক ভারতীয় সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছেন, “বিয়ের নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। কিন্তু করোনার কারণে সামাজিক বিয়ের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। এমনকি, রেজিস্ট্রির দিন মা উপস্থিত থাকতে পারেননি। তাই সন্তানের জন্মের পর সামাজিক বিয়ের অনুষ্ঠান হবে।” নতুন অতিথি কবে আসছে সেটা প্রকাশ্যে না আনলেও পূজা জানান, সন্তানের নাম ঠিক করে ফেলেছেন তিনি আর কুণাল।
করোনার প্রকোপ শুরু হওয়ার আগে পূজা ‘মা বৈষ্ণোদেবী’র শুটিং করছিলেন। কিন্তু তারপরে সেই প্রজেক্ট তিনি আর করবেন না বলে জানিয়ে দেন। প্রসঙ্গত, ‘পাপ’ নামে একটি বাংলা ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন পূজা। বেশ কয়েকটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি।