লড়াই করে মিথিলার কলকাতা গমন
- আপডেট টাইম : ০৪:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / 122
৭১: করোনার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ এখনো বন্ধ। আকাশপথ, রেলপথ, সড়কপথÑ সবই বন্ধ। তারপরও বিশেষ ব্যবস্থায় ভারতে থাকা স্বামী সৃজিত মুখার্জির কাছে গেলেন বাংলাদেশি অভিনয়শিল্পী মিথিলা। মিথিলার ভাষায়, ভালোবাসার টানে একরকম ‘যুদ্ধ’ করে তাকে সেখানে যেতে হয়েছে। কলকাতা থেকে তেমনটাই জানালেন রাফিয়াত মিথিলা।
করোনার এই সময়ে ভারতে স্বামীর বাড়িতে যাওয়ার বিষয়টিকে মিথিলা যুদ্ধের সঙ্গে তুলনা করলেন। মিথিলা বললেন, ‘যুদ্ধ করে কলকাতা এসেছি। এখন তো কোনো ফ্লাইট চালু নেই। স্পেশাল অনুমতি নিয়ে এসেছি। আমার পরিবার যেহেতু এখানে, তাই স্পেশাল পারমিশন দিয়েছে।’
মিথিলা জানালেন, শনিবার সকালে বিমানে করে ঢাকা থেকে যশোর। এরপর যশোর থেকে সড়কপথে বেনাপোলে যান। সেখানে এসেছিলেন সৃজিত। তারপর বেনাপোল সীমান্তে আনুষ্ঠানিকতা সেরে সড়কপথে কলকাতায় স্বামীর বাড়িতে পৌঁছান।
মিথিলা বললেন, ‘বেনাপোল বর্ডার একদম খালি। এ সময়ে আমাকে কলকাতায় আসার ব্যবস্থা করে দেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশন কর্মকর্তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সীমান্তের এপার আর ওপারে অনেক সেলফি তুলেছি। এরপর বর্ডার থেকে বাসায় আসতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। খুব কষ্টকর একটা ভ্রমণ। আপাতত আর বাংলাদেশে যাওয়া হচ্ছে না, সবকিছু স্বাভাবিক হলে তবেই ফিরব।’