ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কিশোরী অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / 97

৭১: কুষ্টিয়ার ইবি থানায় দোলন (১৬) নামে এক কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত কিশোরীর পিতা একই থানার পশ্চিম আব্দালপুরের বশির উদ্দিন (৩৯) বাদী হয়ে ইবি থানায় অপহরণকারী ৩ যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নং ০৬ তারিখ ১৬ /০৮/২০২০ ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরী দোলন একই থানার সুগ্রীবপুর গামে মামাবাড়ীতে থেকে লেখাপড়া করে। গত ১৪ আগষ্ট তারিখ বিকেলে ওই গ্রামের জিকে ক্যানেলের পাকা রাস্তায় হাটাহাটির করার সময় রাব্বি (১৯) তার সহযোগি আশা ও অপর একজন মোটর সাইকেল যোগে এসে দোলনকে অপহরণ করে। স্থানীয় কয়েকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলেও আসামিরা বাঁধা উপেক্ষা করে কিশোরী দোলনকে উঠিয়ে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা মোবাইলের মাধ্যমে কিশোরীর পিতাকে জানালে, সে স্থানীয় ভাবে আত্মীয়-স্বজনদের নিয়ে মেয়েকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু কোন ভাবেই তার মেয়েকে উদ্ধার করতে না পেরে ইবি থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের তাৎক্ষণিক নির্দেশে অভিযান চালিয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনায় সাথে জড়িত আশা নামে এক আসামিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত আশা নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপহৃত কিশোরীকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পশ্চিম আব্দালপুরের আইসি এসআই দেবব্রতকে।

ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের ভূমিকায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

Tag :

শেয়ার করুন

কুষ্টিয়ায় কিশোরী অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০৫:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

৭১: কুষ্টিয়ার ইবি থানায় দোলন (১৬) নামে এক কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত কিশোরীর পিতা একই থানার পশ্চিম আব্দালপুরের বশির উদ্দিন (৩৯) বাদী হয়ে ইবি থানায় অপহরণকারী ৩ যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নং ০৬ তারিখ ১৬ /০৮/২০২০ ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরী দোলন একই থানার সুগ্রীবপুর গামে মামাবাড়ীতে থেকে লেখাপড়া করে। গত ১৪ আগষ্ট তারিখ বিকেলে ওই গ্রামের জিকে ক্যানেলের পাকা রাস্তায় হাটাহাটির করার সময় রাব্বি (১৯) তার সহযোগি আশা ও অপর একজন মোটর সাইকেল যোগে এসে দোলনকে অপহরণ করে। স্থানীয় কয়েকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলেও আসামিরা বাঁধা উপেক্ষা করে কিশোরী দোলনকে উঠিয়ে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা মোবাইলের মাধ্যমে কিশোরীর পিতাকে জানালে, সে স্থানীয় ভাবে আত্মীয়-স্বজনদের নিয়ে মেয়েকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু কোন ভাবেই তার মেয়েকে উদ্ধার করতে না পেরে ইবি থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের তাৎক্ষণিক নির্দেশে অভিযান চালিয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনায় সাথে জড়িত আশা নামে এক আসামিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত আশা নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপহৃত কিশোরীকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পশ্চিম আব্দালপুরের আইসি এসআই দেবব্রতকে।

ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের ভূমিকায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।