শিরোনাম :
বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনে রিটের শুনানি আজ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / 112
৭১: জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি আজ।
সোমবার (১৭আগস্ট) হাইকোর্টের বিচারপতি তারিক-উল-হাকিম এবং বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল বেঞ্চে রিটটির শুনানি হবে।
সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে গত বুধবার (১২ আগস্ট) রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।
Tag :