শিরোনাম :
নাগরপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা, মাস্ক বিতরণ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / 122
৭১: টাংগাইলের নাগরপুরে জনসাধারনের মুখে মাস্ক না পড়ার দায়ে ১৯ জনকে ৩২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সোমবার (১৭ আগষ্ট) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
এ সময় জনাব ফয়েজুল ইসলাম সাংবাদিকদের জানান, নাগরপুরে মানুষের মাঝে কোন রকম সচেতনতা নেই। এই করোনা মহামারিতে মানুষ মাস্ক ছাড়া বেখেয়ালি হয়ে বাজারে গুরে বেড়াচ্ছেন। রাস্তা ঘাটে মানুষের মধ্যে কোন রকম ভয়ভীতি ও স্বাস্থ্য সচেতনতা নাই। তাই অভিযান পরিচালনা করে ১৪ জনকে অর্থদণ্ড করা হয়েছে। এ সময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
এ অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানার এসআই ইমরান,গনমাধ্যমকর্মীসহ অন্যান্যরা।
Tag :