ইনস্টাগ্রাম থেকে মেসেঞ্জারে চ্যাটিংয়ের সুযোগ
- আপডেট টাইম : ০৫:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / 92
৭১: ইনস্টাগ্রাম থেকে মেসেঞ্জার ব্যবহারকারীদের সঙ্গে চ্যাটিংয়ের সুযোগ দেয়ার আপডেট শুরু করেছে অ্যাপ দুটির মালিকানাধীন কোম্পানি ফেইসবুক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অনেক আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপে নোটিফিকেশন পান। সেখানে লেখা ছিল, ‘ইনস্টাগ্রামে বার্তা পাঠানোর নতুন উপায় এসেছে।’
সেখানে অনেক নতুন ইমোজি দেখা যায়। সঙ্গে লেখা, ‘ফেইসবুক ব্যবহারকারী বন্ধুদের সঙ্গে চ্যাট করুন।’
আপডেটে টাচ করার পর ইনস্টাগ্রামের উপরের ডান কোনার ডিএম আইকন ফেইসবুক মেসেঞ্জার লোগোতে প্রতিস্থাপন হয়।
ভার্জ জানিয়েছে, আপডেট আসা শুরু করলেও ঠিক এই মুহূর্তে ফেইসবুক ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে চ্যাটিং করতে পারছেন না। কবে নাগাদ এভাবে চ্যাট করা যাবে, সেটি এখনো স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।
ফেইসবুক তাদের মালিকানাধীন আরেক অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গেও মেসেঞ্জার মার্জ করার কথা আগে জানিয়ে রেখেছে।
গত বছর ফেইসবুক জানায়, যাদের একটি অ্যাপ আছে তারা অন্য অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গেও যাতে কথা বলত পারেন, তার ফিচার যুক্ত করা হচ্ছে।
১ বিলিয়ন ডলার দিয়ে ২০১২ সালে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করে ফেইসবুক। দুই বছর বাদে ১৯ বিলিয়ন ডলারের বিনিময়ে নিয়ে নেয় হোয়াটসঅ্যাপ।