ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিশার প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রিয়াঙ্কা!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
  • / 108

৭১: চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তাদের দুজনের বেশ কিছু রোম্যান্টিক ছবিও সামনে এসেছে। যেখানে বেশ ঘনিষ্ঠ পোজে ধরা দিয়েছেন তারা।

আসলে কি প্রিয়াঙ্কার প্রেমে পড়েছেন মিশা? পাঠক অবাক হওয়ার কিছু নেই। মিশা সাওদাগর সম্প্রতি টেলিভিশনের একটি নাটকে অভিনয় করছেন। যে নাটকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামানও।

আর সেই নাটকটিতেই মিশার প্রেমে হাবুডুবু খেতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তাদের অভিনীত ধারাবাহিক নাটকটির নাম ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’। নাগরিক টিভিতে প্রচারের অপেক্ষায় থাকা এই নাটকটি পরিচালনা করেছেন রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

নাটকটির গল্প প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, আসলে এই নাটকটিতে দর্শকের জন্য ভালো একটা মেসেজ থাকবে। আর উপভোগ করার মত বেশ কিছু গল্প থাকবে। তবে এখনই এর কাহিনী দর্শকদের জানাতে চাই না। আশা করছি নাটকটি সবাই উপভোগ করবেন।

ধারাবাহিক নাটকে অভিনয় করা নিয়ে মিশা সওদাগর বলেন, প্রথমত গল্পের কারণেই এ নাটকে অভিনয় করেছি। নাটকের গল্পটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তিনটি বাড়ির ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে মূলত এটি তৈরি হয়েছে। শুধু এই টুকু বলে রাখি, এই নাটকে আমাকে পুরান ঢাকার আতর ব্যবসায়ী হিসেবে দেখা যাবে।

এদিকে আগামী ১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত সাড়ে ৮টায় নাগরিক টিভিতে প্রচার হবে নাটকটি।

‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ ধারাবাহিক নাটকে মিশা ও প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, নাবিলা, চাষি আলম, কাজল সুবর্ণসহ আরও অনেকেই।

Tag :

শেয়ার করুন

মিশার প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রিয়াঙ্কা!

আপডেট টাইম : ০৪:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০

৭১: চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তাদের দুজনের বেশ কিছু রোম্যান্টিক ছবিও সামনে এসেছে। যেখানে বেশ ঘনিষ্ঠ পোজে ধরা দিয়েছেন তারা।

আসলে কি প্রিয়াঙ্কার প্রেমে পড়েছেন মিশা? পাঠক অবাক হওয়ার কিছু নেই। মিশা সাওদাগর সম্প্রতি টেলিভিশনের একটি নাটকে অভিনয় করছেন। যে নাটকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামানও।

আর সেই নাটকটিতেই মিশার প্রেমে হাবুডুবু খেতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তাদের অভিনীত ধারাবাহিক নাটকটির নাম ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’। নাগরিক টিভিতে প্রচারের অপেক্ষায় থাকা এই নাটকটি পরিচালনা করেছেন রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

নাটকটির গল্প প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, আসলে এই নাটকটিতে দর্শকের জন্য ভালো একটা মেসেজ থাকবে। আর উপভোগ করার মত বেশ কিছু গল্প থাকবে। তবে এখনই এর কাহিনী দর্শকদের জানাতে চাই না। আশা করছি নাটকটি সবাই উপভোগ করবেন।

ধারাবাহিক নাটকে অভিনয় করা নিয়ে মিশা সওদাগর বলেন, প্রথমত গল্পের কারণেই এ নাটকে অভিনয় করেছি। নাটকের গল্পটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তিনটি বাড়ির ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে মূলত এটি তৈরি হয়েছে। শুধু এই টুকু বলে রাখি, এই নাটকে আমাকে পুরান ঢাকার আতর ব্যবসায়ী হিসেবে দেখা যাবে।

এদিকে আগামী ১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত সাড়ে ৮টায় নাগরিক টিভিতে প্রচার হবে নাটকটি।

‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ ধারাবাহিক নাটকে মিশা ও প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, নাবিলা, চাষি আলম, কাজল সুবর্ণসহ আরও অনেকেই।