ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে রেকর্ড শুধুই ধোনির

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
  • / 106

৭১: গতকাল হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটার হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও অসাধারণ সব রেকর্ড রয়েছে ধোনির। এর ভেতর একটি বিশেষ রেকর্ড রয়েছে ধোনির, যা নেই আর কোনো অধিনায়কের।

ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির সবকটি টুর্নামেন্টে শিরোপা জিতেছেন ধোনি। তার নেতৃত্বেই ২০০৭ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত।

শুধু তাই নয়, ধোনির নেতৃত্বেই টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাটে অধিনায়ক হিসেবে সেরা ফলাফল অর্জন করেছেন ধোনি। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড আর কোনো অধিনায়কের নেই।

আইসিসির টুর্নামেন্টের বাইরে এশিয়া কাপে দুইবার অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন ধোনি (২০১০ ও ২০১৬)।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, ঘরোয়া ক্রিকেটেও ধোনির অসংখ্য শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনবার শিরোপা জিতেছেন এমএসডি।

শনিবার অবসরের ঘোষণা দেয়ায় গত বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। এটি ছিল ভারতের হয়ে তার ৩৫০তম ম্যাচ। সেই ম্যাচে ৭২ বলে লড়াকু ৫০ রান করেছিলেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।

ওয়ানডে ফরম্যাটে ৫০.৫৭ গড়ে ১০,৭৭৩ রান সংগ্রহ করেছেন ধোনি। ৫০ ওভারের ফরম্যাটে দশ হাজার রান ছাড়িয়ে যাওয়া পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান তিনি। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ওয়ানডেতে ২২৯টি ছক্কা রয়েছে যা কোনো ভারতীয় ব্যাটসম্যানের পক্ষে সর্বাধিক।

রাহুল দ্রাবিড়ের জায়গায় ২০০৭ সালে ভারতের অধিনায়ক হন ধোনি। ২০০ টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫৫ শতাংশ ম্যাচেই জয় লাভ করেছেন তিনি (১১০টি জয়, ৭৪ পরাজয়, ৫ টাই ও ১১টি নো রেজাল্ট)।

টি-টোয়েন্টি ফরম্যাটে ৯৮ ম্যাচে ১২৬.১৩ স্ট্রাইক রেটে ১৬১৭ রান করেছেন ধোনি। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে তার সাফল্যের হার ৫৮.৩৩ শতাংশ, যেখানে ৭২ ম্যাচের ৪২টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

সীমিত ওভারের ফরম্যাটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হওয়ার পাশাপাশি ধোনি উইকেটকিপিং দক্ষতারও নতুন সংজ্ঞা দিয়েছেন এবং তিনি গত কয়েক বছরে বিশ্বের অন্যতম সেরা স্টাম্পার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে মোট ৮২৯ টি ডিসমিসাল করেছেন ধোনি। এর মাঝে রয়েছে ৬৩৪টি ক্যাচ ও ১৯৫টি স্ট্যাম্পিং।

উইকেটকিপারদের তালিকায় সর্বাধিক ডিসমিসালের হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন ধোনি। তার আগে কেবল রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৯৯৮) এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯০৫)।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সবসময় সেরা একজন অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে সবার মনে শ্রদ্ধার আসনে থাকবেন ধোনি।

Tag :

শেয়ার করুন

যে রেকর্ড শুধুই ধোনির

আপডেট টাইম : ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০

৭১: গতকাল হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটার হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও অসাধারণ সব রেকর্ড রয়েছে ধোনির। এর ভেতর একটি বিশেষ রেকর্ড রয়েছে ধোনির, যা নেই আর কোনো অধিনায়কের।

ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির সবকটি টুর্নামেন্টে শিরোপা জিতেছেন ধোনি। তার নেতৃত্বেই ২০০৭ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত।

শুধু তাই নয়, ধোনির নেতৃত্বেই টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাটে অধিনায়ক হিসেবে সেরা ফলাফল অর্জন করেছেন ধোনি। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড আর কোনো অধিনায়কের নেই।

আইসিসির টুর্নামেন্টের বাইরে এশিয়া কাপে দুইবার অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন ধোনি (২০১০ ও ২০১৬)।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, ঘরোয়া ক্রিকেটেও ধোনির অসংখ্য শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনবার শিরোপা জিতেছেন এমএসডি।

শনিবার অবসরের ঘোষণা দেয়ায় গত বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। এটি ছিল ভারতের হয়ে তার ৩৫০তম ম্যাচ। সেই ম্যাচে ৭২ বলে লড়াকু ৫০ রান করেছিলেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।

ওয়ানডে ফরম্যাটে ৫০.৫৭ গড়ে ১০,৭৭৩ রান সংগ্রহ করেছেন ধোনি। ৫০ ওভারের ফরম্যাটে দশ হাজার রান ছাড়িয়ে যাওয়া পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান তিনি। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ওয়ানডেতে ২২৯টি ছক্কা রয়েছে যা কোনো ভারতীয় ব্যাটসম্যানের পক্ষে সর্বাধিক।

রাহুল দ্রাবিড়ের জায়গায় ২০০৭ সালে ভারতের অধিনায়ক হন ধোনি। ২০০ টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫৫ শতাংশ ম্যাচেই জয় লাভ করেছেন তিনি (১১০টি জয়, ৭৪ পরাজয়, ৫ টাই ও ১১টি নো রেজাল্ট)।

টি-টোয়েন্টি ফরম্যাটে ৯৮ ম্যাচে ১২৬.১৩ স্ট্রাইক রেটে ১৬১৭ রান করেছেন ধোনি। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে তার সাফল্যের হার ৫৮.৩৩ শতাংশ, যেখানে ৭২ ম্যাচের ৪২টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

সীমিত ওভারের ফরম্যাটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হওয়ার পাশাপাশি ধোনি উইকেটকিপিং দক্ষতারও নতুন সংজ্ঞা দিয়েছেন এবং তিনি গত কয়েক বছরে বিশ্বের অন্যতম সেরা স্টাম্পার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে মোট ৮২৯ টি ডিসমিসাল করেছেন ধোনি। এর মাঝে রয়েছে ৬৩৪টি ক্যাচ ও ১৯৫টি স্ট্যাম্পিং।

উইকেটকিপারদের তালিকায় সর্বাধিক ডিসমিসালের হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন ধোনি। তার আগে কেবল রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৯৯৮) এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯০৫)।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সবসময় সেরা একজন অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে সবার মনে শ্রদ্ধার আসনে থাকবেন ধোনি।