ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ার গহিন অরণ্যে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
  • / 139

উদ্ধারকৃত অস্ত্র।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহিন অরণ্যে ৪টি দেশীয় অস্ত্র ও গোলা-বারুদসহ বিপুল পরিমাণ সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এসব অস্ত্রসামগ্রী উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত। বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিচরণ ছিল এই গ্রামে।

স্থানীয় এলাকাবাসীর গোপন তথ্যের ভিত্তিতে একদল পুলিশ ঘটনাস্থল হলদিয়া উত্তর বড়বিল পাহাড়ি অঞ্চলের বাঁশঝাড়ের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৪টি দেশীয় অস্ত্র, কার্তুজ রাইফেল ৪টি, দেশীয় অস্ত্রের কার্তুজ ২টি, আনসার পোশাক ৩ সেট, সামরিক বাহিনীর পোশাকের ন্যায় ২ সেট, আনসার ক্যাপ ৪টি, ব্লেড ১ জোড়া, পিটি শো ১ জোড়া, ৩ জোড়া মোজা উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, এ ঘটনায় পুলিশ সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag :

শেয়ার করুন

উখিয়ার গহিন অরণ্যে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার

আপডেট টাইম : ০১:০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহিন অরণ্যে ৪টি দেশীয় অস্ত্র ও গোলা-বারুদসহ বিপুল পরিমাণ সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এসব অস্ত্রসামগ্রী উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত। বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিচরণ ছিল এই গ্রামে।

স্থানীয় এলাকাবাসীর গোপন তথ্যের ভিত্তিতে একদল পুলিশ ঘটনাস্থল হলদিয়া উত্তর বড়বিল পাহাড়ি অঞ্চলের বাঁশঝাড়ের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৪টি দেশীয় অস্ত্র, কার্তুজ রাইফেল ৪টি, দেশীয় অস্ত্রের কার্তুজ ২টি, আনসার পোশাক ৩ সেট, সামরিক বাহিনীর পোশাকের ন্যায় ২ সেট, আনসার ক্যাপ ৪টি, ব্লেড ১ জোড়া, পিটি শো ১ জোড়া, ৩ জোড়া মোজা উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, এ ঘটনায় পুলিশ সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।