অনলাইনে বিক্রি বেড়েছে গাড়ির
- আপডেট টাইম : ০৪:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 118
৭১: করোনায় স্থবির হয়ে গেছে পুরো বিশ্ব। কিন্ত করোনাকালেও বিক্রি কমেনি গাড়ির। মানুষ চলাচলে গণপরিবহন ব্যবহারে ঝুঁকি থাকায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার। আর এই গাড়ি বিক্রি অফলাইনের চেয়ে অনলাইনে বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে ১০-১৫ শতাংশ।
অফলাইনের পাশাপাশি অনলাইনে গ্রাহক সার্চ করছে গাড়ি। নিজেদের সাধ্যের মধ্যে পছন্দের গাড়ি খুঁজে নিচ্ছেন তারা। এমনই একটি প্রতিষ্ঠান অটোমো জাপান। প্রতিষ্ঠানটি অফলাইনের পাশাপাশি অনলাইনেও গাড়ি বিক্রি করছে।
অটোমো জাপান এর প্রধান নির্বাহী নোমান বলেন, ‘আমরা মনে করেছিলাম এই করোনাকালীন সময়ে গাড়ির বিক্রি একেবারে কমে যাবে। কিন্ত গ্রাহক গাড়ির খোঁজ করছে। করোনার এই সময় মানুষ গণপরিবহন ব্যবহার পছন্দ করছে না, জীবনের ঝুঁকি নিতে চাচ্ছে না। যার ফলে বেড়েছে ব্যক্তিগত গাড়ি বিক্রি। তবে অফলাইনে বিক্রি কিছুটা কমে গেলেও ১০-১৫ শতাংশ বিক্রি বেড়েছে অনলাইনে। তারা ঘরে বসেই অর্ডার করছেন গাড়ি।’জাপানের অকশন হাউস থেকে লাইভ অকশনের মাধ্যমেও ক্রেতারা তাদের বাজেট এবং পছন্দ অনুযায়ী গাড়ি অটোমো জাপান এর মাধ্যমে নিয়ে আসতে পারবেন। পান্থপথে রয়েছে প্রতিষ্ঠানটির ডিসপ্লে সেন্টার। পাশাপাশি তারা অনলাইনেও গাড়ি বিক্রি করছে তারা। বিস্তারিত জানতে: https://www.facebook.com/automojp ফেসবুক পেজে দেখুন।