ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘দেখা হবে সিলেটে’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
  • / 99

৭১: ভারতীয় ফুটবল সুপারস্টার সুনীল ছেত্রি ৩৬-এ পা রেখেছেন গতকাল। বিরাট কোহলিসহ দেশটির শীর্ষ ক্রীড়াবিদরা উইশ করেছেন তাকে। বাদ যাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতীয় অধিনায়ক ছেত্রির একটি ছবি পোস্ট করে জামাল লিখেছেন, ‘আমার বন্ধু সুনীল ছেত্রিকে শুভ জন্মদিন। শিগগিরই দেখা হবে সিলেটে।’

 ১২ই নভেম্বর সিলেটে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে (দ্বিতীয় লেগ) ছেত্রির ভারতের মুখোমুখি হবে জামালের বাংলাদেশ। সেই ম্যাচের অপেক্ষায় বাংলাদেশের আরেক ফুটবলার বিপলু আহমেদও। ছেত্রিকে নিয়ে করা জামালের পোস্টে বিপলু লিখেছেন, ‘শুভ জন্মদিন সুনীল। আমাদের অধিনায়ক যেমনটি বললেন, আমার হোম সিটি সিলেটে অনুষ্ঠেয় ম্যাচটি নিয়ে আমিও খুব এক্সাইটেড।

ইনশা আল্লাহ, ভক্তদের খুশি করবো আমরা।’

কলকাতায় বাছাই পর্বের প্রথম সাক্ষাতে ছেত্রিকে প্রায় হারিয়েই দিয়েছিলেন জামাল। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৪২তম মিনিটে সাদ উদ্দিনের গোলে লিড নেয় বাংলাদেশ। জামালের ফ্রিকিক থেকে ভারতের জাল কাঁপান সাদ। লিডটা বাংলাদেশ ধরে রেখেছিল ৮৭ মিনিট পর্যন্ত। ৮৮তম মিনিটে আদিল খানের গোলে হার এড়ায় ভারত।

Tag :

শেয়ার করুন

‘দেখা হবে সিলেটে’

আপডেট টাইম : ০৪:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০

৭১: ভারতীয় ফুটবল সুপারস্টার সুনীল ছেত্রি ৩৬-এ পা রেখেছেন গতকাল। বিরাট কোহলিসহ দেশটির শীর্ষ ক্রীড়াবিদরা উইশ করেছেন তাকে। বাদ যাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতীয় অধিনায়ক ছেত্রির একটি ছবি পোস্ট করে জামাল লিখেছেন, ‘আমার বন্ধু সুনীল ছেত্রিকে শুভ জন্মদিন। শিগগিরই দেখা হবে সিলেটে।’

 ১২ই নভেম্বর সিলেটে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে (দ্বিতীয় লেগ) ছেত্রির ভারতের মুখোমুখি হবে জামালের বাংলাদেশ। সেই ম্যাচের অপেক্ষায় বাংলাদেশের আরেক ফুটবলার বিপলু আহমেদও। ছেত্রিকে নিয়ে করা জামালের পোস্টে বিপলু লিখেছেন, ‘শুভ জন্মদিন সুনীল। আমাদের অধিনায়ক যেমনটি বললেন, আমার হোম সিটি সিলেটে অনুষ্ঠেয় ম্যাচটি নিয়ে আমিও খুব এক্সাইটেড।

ইনশা আল্লাহ, ভক্তদের খুশি করবো আমরা।’

কলকাতায় বাছাই পর্বের প্রথম সাক্ষাতে ছেত্রিকে প্রায় হারিয়েই দিয়েছিলেন জামাল। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৪২তম মিনিটে সাদ উদ্দিনের গোলে লিড নেয় বাংলাদেশ। জামালের ফ্রিকিক থেকে ভারতের জাল কাঁপান সাদ। লিডটা বাংলাদেশ ধরে রেখেছিল ৮৭ মিনিট পর্যন্ত। ৮৮তম মিনিটে আদিল খানের গোলে হার এড়ায় ভারত।