ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ : গ্রেফতার ১
- আপডেট টাইম : ১২:০০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
- / 109
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তি করায় বড় ভাই শেখ আলমের দায়ের করা মামলায় ছোট ভাই শেখ বাহারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাহার কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইতালি মার্কেটসংলগ্ন শেখ নজির আহমদের ছেলে।
শেখ বাহারের ভাগ্নে মাহফুজ জানান, ২০১৩ সালে ছোট মামা প্রবাসে থাকাকালীন ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র প্রকাশ এবং কটূক্তি করে। পরে এ ঘটনায় তার বড় ভাই ২০১৭ সালে কোম্পানীগঞ্জ থানায় ছোট ভাইয়ের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। ভাগ্নে আরো জানান, পূর্ব শক্রতা এবং পারিবারিক কলহের জেরে বড় মামা এ মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান প্রতিদিনের সংবাদকে জানান, তথ্য ও প্রযুক্তি আইনে তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।